Home আপডেট ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ~ তুরস্ক মৃত ১৪, আহত ২০০

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ~ তুরস্ক মৃত ১৪, আহত ২০০

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ~ তুরস্ক মৃত ১৪, আহত ২০০

শুক্রবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তুরস্ক ৷ ঘটনায় প্রায় ১৪ জনের জন্য মৃত্যু হয়েছে ৷ স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ৬.৮ রিকটার স্কেল ৷ ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে একাধিক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৷ রাত থেকেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে এখানে ধ্বংসাবশের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তারা ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ৷ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

স্থানীয়রা জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো বাড়ি নড়তে শুরু করে দেয় ৷ ভয়ে সবাই রাস্তা বেরিয়ে আসে ৷ চোখের সামনে তাসের ঘরের মতো বহুতলগুলি ভেঙে পড়ে ৷ ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে ৷ এবং আহতের সংখ্যা প্রায় ২০০-র বেশি ৷ বির্পযয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা লোকেদের উদ্ধারের চেষ্টা করছে ৷ দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ ৷ তুরস্ক সরকারের তরফে সাধারণ মানুষকে ধৈর্য রাখতে বলা হয়েছে ৷

রাত ৮:৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ৷ ভূমিকম্প আঘাত করে তুর্কিতে। যার কেন্দ্রস্থল ছিল পূর্ব এলাজিগ প্রদেশের লেকের পাশের শহর সিভরিস। জোরকদমে শুরু হয়েছে উদ্ধার কাজ।