Home আপডেট মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকুন বলার সময় কি সমালোচনা পছন্দ ছিল না? বিকাশ

মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকুন বলার সময় কি সমালোচনা পছন্দ ছিল না? বিকাশ

মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকুন বলার সময় কি সমালোচনা পছন্দ ছিল না? বিকাশ

দিন প্রায় সমাগত। তাই এখন পাকা অপরাধীদের মতো এখন ভালো ভালো কথা বলছেন। সোমবার কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সমালোচনা থেকে শিখি’ মন্তব্যের এভাবেই সমালোচনা করলেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যকে ভন্ডামির নামান্তর বলে কটাক্ষ করছে বিরোধী শিবির।

এদিন বিকাশবাবু বলেন, ‘দিন সমাগত প্রায় তাই পাকা অপরাধীর মতো শেষ সময় ভালো ভালো কথা বলছেন। ক্ষমতায় এসে উনিই বিরোধীদের বলেছিলেন, মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে রাখুন। আজ পালানোর পথ নেই দেখে ফের সমবেদনা জোগাড়ের চেষ্টা শুরু করেছেন। কিন্তু রাজ্যের মানুষ ওনাকে চিনে গেছে। কী ভাবে ওনার সমালোচনা করায় সাংবাদিকদের জেলে যেতে হয়েছে তা রাজ্যের মানুষ দেখেছে। ওনার বিরুদ্ধে কোনও সাংবাদিক কোনও প্রতিবেদন লিখলে তাঁকে চাকরি থেকে বহিষ্কারের জন্য সংবাদপত্রের সম্পাদকের ওপর চাপ দিয়েছেন। কেউ যদি ভেবে থাকে মিষ্টি কথায় মানুষ এসব ভুলে যাবে তাহলে ভুল করছেন’।

বিকাশবাবু আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর সমালোচনা বন্ধ করতে গোটা প্রশাসনকে ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় প্রত্যন্ত গ্রামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুখে সমালোচনার প্রতি সহনশীলতার কথা মানায় না।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here