অভিমুখ পাল্টেছে , বুক জানছেনা ~ অম্লান রায় চৌধূরী

‘অভিমুখ পাল্টেছে , বুক জানছেনা’

অম্লান রায় চৌধূরী
‘অভিমুখ পাল্টেছে, বুক জানছেনা’ — কি অদ্ভুত তাইনা, একটা দল নির্ভর করে দুটো চারটে
মানুষের উপর, কি জানি বলে এটাকে গনতান্ত্রিক কেন্দ্রিকতা না কি যেন, অত অবশ্য আমি
বুঝিনা, যেমন বোঝেনা অসীম দা, যে কিনা আজো গুলি খাওয়া জখমি পা নিয়ে সাইকেল চালিয়ে
গনশক্তি বিলি করে – বাঁধা ধরা বাড়ীতে – বেলায় এসে চায়ের দোকানে বসে – যদিও ছেলেই চালায়
– তাহলেও থাকে ওখানে । রাতে তর্জা শোনে বুদ্ধিজীবি নেতাদের টিভির পর্দায় । হাসেনা, গুম
মেরে বসে থাকে, মনে পড়লেও পুরোনো কথা দমিয়ে রাখে, বুঝলেও বোঝানোর চেষ্টা করেনা ।
আদর্শের কেনা বেচার সাক্ষী থেকেও নিজেকে অটুট রেখেছে– এখন আর সেই দম নেই । নতুন দমওয়ালা
ঘোড়ারাও সহিস পেলো না যারা চানাও দেবে আবার চাবুকও মারবে । ওই সখ্যতার, স্বাদ না
পাওয়ারা– বুঝলই না আদর্শ টা ঠিক কি, মডেল কাকে বলে, কেমন ভাবে, কখন কোথায় কিভাবে
পাল্টায় স্বতস্ফুর্ত ভাবে – জানাই হলোনা ।
অসীম দা ভাবে এরা কারা, তাড়া খাওয়ার সময় তো এদের দেখিনি । সারা রাত কচুরী পানায় ডুবে
থেকে উঠেও সরলা বৌদি এক কাপ চা দিয়েছিলো, যে বৌদি আজও পাগল ছেলের মৃত্যুশোকে ।
অসীম দা এটা বোঝে, যে পাল্টানোটা যদি স্বতস্ফুর্ত হয়– পাল্টানো থাকেনা– স্বাভাবিক লাগে–
যদিও নতুন অবয়ব– মিলতে বা মিশতে সময় নেয়না । কিন্তু এখন পাল্টানর ধরন টা যেন বড়ই
পরিকল্পিত লাগে– কেন জানেনা, মনে হয় হয়ত বা সবার সায় নেই, কিংবা রাজনৈতিক অসুদ্ধিতার
কোনো অজানা চাবিকাঠি– খুব কঠিন লাগে অসীমদার। না হলে দ্বীজেন দার জীবনে স্থিতু হওয়া
হলো– দলের দয়ায় বৌয়ের চাকরী হলো, নিজেকে দলে উৎস্বর্গ করার শর্ত হিসাবে । ছেলের চাকরী
– নতুন কারখানায় সংগঠন তৈরী করবে এই অঙ্গীকারে, বাড়ী ও বাড়ীর সামনে দোকান ঘরটাও সংগঠনের
কাজে লাগবে – এমনই এক ধারনায়। হঠাৎ আজ সে কিনা উদাসীন– তাত্ত্বিক কথার বাঁধন শেখা এক
সমালোচক– এ ভাবে কিছু হবেনা – এমন একটা ভাব, আয়েশের ভারে আরাম কেদারা যেন বেশী টানে,
অন্য দলের গুনগান না করলেও মেলামেশায় থাকে– স্থিততাটাকে বজায় রাখতে হবে তো ।
অসীমদার যেন মনে হয়– এটাই হওয়ার ছিলো । আরাম আয়েশ, ভোগ, স্থিতি, সবগুলোকে সব অবস্থায়
দমন রাখা যায় কিনা– জানা নেই । এরই মাঝে কিছু নয়া সংশোধন যজ্ঞের পুরোহিতের আসনের
চাহিদা বাড়া– মান্যতা পাওয়া– ঘুরে ফিরে– প্রকাশ্যে ট্রটস্কি– স্ট্যালিন দ্বন্ধের ভাষাকে
বেসাতি করা — আসলে চাই সুখ, স্থিতু, ভোগ– সব শেষ । এক একটা কাল – দেখে যেতে চাওয়া
নিজের আগামীর স্থিতু অবস্থা– আর এক অপকালের জন্মকে স্বাগত জানান। সবই কেমন যেন
স্বাভাবিক মনে হয় অসীম দার কাছে ।
এই ভাবার মানুষ গুলো, আজ বড় ক্লান্ত, আহত, শ্রান্ত, বিদ্ধ্বস্ত — অসীম দা’ রা আজো
বেঁচে আছে , জানেনা আগামী কি দেখাবে তাদের কে।

Share
Published by

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

8 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

10 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

3 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

12 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago