Home খেলাধুলো ঝুলনের বায়োপিকে অভিনয় করতে ইডেনে অনুষ্কা

ঝুলনের বায়োপিকে অভিনয় করতে ইডেনে অনুষ্কা

ঝুলনের বায়োপিকে অভিনয় করতে ইডেনে অনুষ্কা

চাকদহ এক্সপ্রেস এবার রুপোলি পর্দায়। হ্যাঁ নাম শুনে ভাবছেন তো আমরা কি বলছি। আমরা ভারতের সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার তথা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর কথা বলছি। চাকদহ থেকে লোকাল ট্রেনে চেপে তিনি আসতেন কলকাতায়। প্র্যাকটিস চলত সারাদিন ধরে । ফের লোকাল ট্রেনে চেপে ফিরে যেতেন চাকদহে। এটাই ছিল ঝুলনের রোজ স্ট্রাগলের গল্প।

ভারতীয় দলের ক্রিকেটার হওয়ার পরও ঝুলন গোস্বামীকে চাকদহ থেকে যাতায়াত করতে হত লোকাল ট্রেনেই। মেয়েদের ক্রিকেটের অন্যতম আইকন এই দীর্ঘাঙ্গি পেসার। আগ্রাসী মনোভাব, আক্রমণাত্মক শরীরী ভাষা সহ ভারতীয় মহিলা ক্রিকেটের অ্যাটাকিং পেসার তিনি। ঝুলন গোস্বামীর বায়োপিক আসছ এবার।

দু বছর আগেই এই বায়োপিক হওয়ার কথা প্রথম ঘোষণা করা হয়। পরিচালক সুশান্ত ঘোষ ঘোষণা করেছিলেন ঝুলনের বায়োপিকের ব্যাপারে। এখন তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। সুশান্ত ঘোষ প্রথমে বাণী কাপুরকে ঝুলনের চরিত্রে চেয়েছিলেন। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কথা হয়েছিল। তবে শেষে ঝুলনের ভূমিকায় চূড়ান্ত করা হয় অনুষ্কাকে।

প্রসঙ্গত আজ ইডেনে শুটিং শুরু করবেন অনুষ্কা। ইডেনের ড্রেসিংরুমে হবে এই শুটিং। ফ্লাডলাইটেও শুটিং করবেন অনুষ্কা। মধ্যরাত পর্যন্ত শুটিং পর্ব সেরে মুম্বই ফিরে যাবেন অনুষ্কা। তাকে সহায়তা করবেন ঝুলন। পরে ঝুলনও মুম্বই যাবেন । বায়োপিক নিয়ে এখনই কোনও কথা বলতে চাননা ঝুলন।