অরূপ তোমার বাণী : পর্ব ১ ~ সুদেষ্ণা চক্রবর্তী

অরূপ তোমার বাণী : পর্ব ১

সুদেষ্ণা চক্রবর্তী

বহুদিন পর্যন্ত আমার মায়ের ধারণা ছিল , হিন্দী সিনেমা মানেই কিছু অবাস্তব গল্প , লারেলাপ্পা গান আর ঢিশুম ঢিশুম মারপিট । সিনেমা দেখতে ভালোবাসলেও মা কখনো হলে গিয়ে হিন্দী সিনেমা দেখতেন না ।

আমার মাধ্যমিকের পর বাড়িতে সাদা কালো আপট্রন টিভি এলো । তখন প্রতি শনিবার সন্ধ্যেয় হিন্দী সিনেমা দেখাতো টিভিতে । এখন মা না দেখলে , তা আমাকে ও দেখতে দেবেন না । তাই আমি কি করে জানি খুব দ্রুতগতিতে হিন্দী জবান শিখে ফেললাম । আমার কপাল জোড়ে সেদিন টিভিতে “গাইড ” হবে । আমি মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে সে সিনেমা দেখতে রাজি করালাম , এবং অপরিসীম দক্ষতার সঙ্গে প্রত্যেকটি ডায়ালগ অনুবাদ করে দিলাম । আহা এমন নিষ্ঠা যদি মাধ্যমিকের পাঠ্যে দেখাতাম তবে ফার্স্ট ডিভিশন এর সঙ্গে তারা চিহ্ন যুক্ত হওয়ার সুবাদে টিভিতে রঙীন ছবি দেখতে পেতাম । যাকগে যাক , সেদিন আমার মাতা দেবী গাইড সিনেমার গল্পে , গানের সুরে , দেবানন্দ , ওয়াহিদা রহমানের অভিনয়ে এমন মুগ্ধ হলেন , যে পরের শনিবারে নিজে থেকেই সব কাজ সেরে , আমার পড়া টড়া ধরে , গুছিয়ে বসলেন হিন্দী সিনেমা দেখতে । আমার উদ্দেশ্য সিদ্ধ হল ।এবং তার সাথে মনের মধ্যে কিঞ্চিৎ স্লাঘাও জন্ম নিল , আমি যেকোন ভাষা খুব সহজে আয়ত্বে আনতে পারি ।

আমাদের বিয়ের দুই বছর পরে সাত্যকি ব্যাঙ্কের চাকরি ছেড়ে ভাইজাগে আর আই এন এল এ যোগ দিল । আমার বড় মেয়ে বাবলির বয়স তখন ছয় মাস । এদিকে আমি বি এড পড়ছি । আমি তাই মেয়ে নিয়ে বাপের বাড়ি রয়ে গেলাম । ঠিক দুই মাস পর সাত্যকির বিরহে কাতর আমি মেয়েকে বাবা আর আয়ার ভরসায় রেখে একা একা ভাইজাগ চললাম তিনদিনের জন্য বর টা কে একবার চোখের দেখা দেখব বলে । প্রসঙ্গতঃ জানিয়ে রাখি , তার আগে আমাকে একা কোনোদিন হাওড়া স্টেশন অবধি যেতে দেওয়া হয় নি । বাবার খুব ভয় ছিল , তাঁর ধেড়ে মেয়ে হারিয়ে যাবে । ফলতঃ প্রচুর কাকুতিমিনতি , তারপর কলেজ থেকেই একবস্ত্রে পালাব এসব হুমকি দেওয়ার পর ভাইজাগ অ্যাডভেঞ্চারের অনুমতি মিলল । আমার সে সফর আর এক বড় গল্প । অন্য একদিন বলব খন ।

ভাইজাগে পৌঁছে সেখানকার নৈসর্গিক দৃশ্য যেমন আমায় মুগ্ধ করল , তেমনি চমৎকৃত হলাম সাত্যকির মুখে অনর্গল তেলুগু ভাষা শুনে । মনে হল , যদি মাত্র দুইমাসে সাত্যকি এ ভাষাকে এতোখানি কব্জা করতে পারে তবে আমি বছরখানেকের মধ্যেই কাজ চালানোর মতো নিশ্চয়ই বলতে পারব । কিন্তু আমার বোঝা উচিত ছিল , সাত্যকির বুদ্ধি , মেধার এক শতকরা ভাগ ও আমার মধ্যে নেই । ফলে বিশ টা বছর ধরে ভাষা আয়ত্বে আনার প্রচেষ্টায় কি ছড়ান না ছড়ালাম । তবুও আমার অসংখ্য তেলুগু বন্ধুরা আমায় যে কেবল সহ্য করত তাই নয় ভালো ও বাসত খুব , কেন কে জানে ?

আমার ভাইজাগের ঝটতি সফর ছিল অগস্ট মাসে । নভেম্বর মাসের শেষে আমার ভাসুরের বিয়ে হল । তার বৌভাতের পরদিন ই মাঝপথে পড়াশোনা ছেড়ে ছুড়ে দিয়ে , মেয়েকে নিয়ে কানু বিরহিণী রাইয়ের মতো আমি মথুরা থুরি ভাইজাগ চললেম । সাত্যকি তখনো কোয়ার্টার পায়নি । তাতে কি , দাদা অর্থাৎ আমার ভাসুরও ভাইজাগ স্টিলেই চাকরি করেন । তাঁর বি টাইপ কোয়ার্টার আছে । আমার জা তখন এম এ পড়ছে চন্দননগরে । সে মাঝে সাঝে যাবে । আহা , দুই ভাইয়ের খাওয়ার কত কষ্ট ! আমার রোগা বরটা , বাড়ীর রান্না না খেয়ে খেয়ে কত্ত রোগা হয়ে গেছে । আমি না গেলে চলে ? আমার হাজারটা এঁড়ে যুক্তির মধ্যে আসল কথা বুঝতে কারোর বাকি রইল না । সুতরাং সকল হিতৈষীকে বেদম চটিয়ে শকুন্তলা পতিগৃহে যাত্রা করিল । সঙ্গে কণ্ব মুনি অর্থাৎ আমার বাবাও চললেন । সাত্যকির তখন সাতদিন ভিলাই ট্যুর আছে । সে আমাদের পৌঁছে দিয়ে , সেইদিনই রাতের গাড়ী ধরবে ।ফাঁকা বাড়ীতে কি মেয়ে নিয়ে আমি একা থাকব?

Share
Published by

Recent Posts

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

21 mins ago

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

1 hour ago

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

3 hours ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

3 hours ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

6 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

15 hours ago