আপডেট

ভারতকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী হল বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল বাংলাদেশ।

এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ১৭৭ রানে ইনিংস শেষ ভারতের অনূর্ধ্ব ১৯ দল। অবশেষে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা পেরিয়ে গেল বাংলাদেশ।

এদিন টসে জিতেও ভারতকে ব্যাট করতে পাঠায় টাইগাররা। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপটে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় ভারতের তাবড় ব্যাটিং লাইন আপকে। প্রথম দুই ওভারে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং দিব্যাংশ সাক্সেনা দলের স্কোরবোর্ডে কোনও রান যোগ করেননি।

তারপরে আরও কঠিন ভরাডুবি দেখা দেয় ভারতের ব্যাটিং লাইন আপে। ছয় ওভারে দলের স্কোরবোর্ডে রান যোগ হয় মাত্র ৮। সাত ওভারের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান দিব্যাংশ সাক্সেনা।

সেই চাপের পরিস্থিতিতে একাহাতে দলের হাল টেনে নিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল। ৮৯ বলে অর্ধশতরান করেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য ছন্দে রয়েছেন যশস্বী। চারবার হাফসেঞ্চুরি করেছিলেন। পঞ্চমবারও অর্ধশতরান করলেন তা-ও আবার ফাইনালে।

ভারত মোট রান করেছে ১৭৭। আর তার মধ্যে যশস্বী একাই করেছেন ৮৮। যশস্বী ছাড়া তিলক ভর্মা এবং জুরেল লজ্জাজনক স্কোরবোর্ডে একটু হলেও সামাল দিয়েছেন। তিলকের ব্যাট থেকে উঠে আসে ৩৮ রান এবং জুরেল ভারতের স্কোরবোর্ডে যোগ করেন ২২ রান। এছাড়া ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যানদের কেউই এক অঙ্কের রানের গণ্ডি পার করতে পারেননি।

বৃষ্টির বাধাও বাংলাদেশকে আটকাতে পারেনি। যখন ৪১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান ছিল বাংলাদেশের, তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ডাক ওয়ার্থ লুইস নিয়মে তাদের টার্গেট দাঁড়ায় ১৭০। ৪২ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫০ রান যোগ করেন বাংলাদেশের ওপেনিং জুটি পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসানের। মাঝে অবশ্য চাপে পড়েছিলেন টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত হাসি হাসল ১১জন বাঙালি দামাল ও সেইসঙ্গে গোটা বাংলাদেশ।

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

1 hour ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

5 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

5 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

6 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

6 hours ago