Home খেলাধুলো বেন স্টোকস এখন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

বেন স্টোকস এখন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

বেন স্টোকস এখন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে পুরস্কার পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের প্রথমবার বিশ্বকাপ জয়ের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা স্টোকসের। সদ্য শেষ হওয়া অ্যাসেজে রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচে তার ১৩৫ রানের ইনিংসকে বিগত দশকের সেরা ইনিংস হিসাবে ধরা হয়েছে।

আইসিসির টেস্ট ক্রিকেটে সেরাদের তালিকায় রয়েছে একাধিক অস্ট্রেলিয়ান। ২০১৯ সালের সেরা টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। ২০১৯ সালে তিনি নিয়েছেন ৫৯টি উইকেট। আইসিসি ২০১৯ সালে উদীয়মান ক্রিকেটার বেছেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে।

২০১৯ সালের ওয়ানডে ক্রিকেটে সেরার শিরোপা উঠেছে ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মার মাথায়। ২০১৯ বিশ্বকাপে রোহিতের পাঁচটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে। এছাড়াও বছরে মোট সাতটি সেঞ্চুরি করেন তিনি। স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার পান ভারত অধিনায়ক বিরাট কোহলি। টি-২০-তে সেরা নির্বাচিত হন দীপক চাহার। নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ সাত রানে ছয় উইকেট পান দীপক।

একনজরে আইসিসির ২০১৯ সালের বর্ষসেরা পুরস্কার-

∆ বর্ষসেরা ক্রিকেটার:
বেন স্টোকস (ইংল্যান্ড)

∆ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

∆ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
রোহিত শর্মা (ভারত)

∆ বর্ষসেরা টি-২০ পারফরম্যান্স:
দীপক চাহার (ভারত)

∆ বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:

মার্নাস লাবুশান (অস্ট্রেলিয়া)

∆ বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার:
কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)

∆ স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার:
বিরাট কোহলি (ভারত)

∆ বর্ষসেরা আম্পায়ার:
রিচার্ড ইলিংওর্থ