Home পাঁচমিশালি সান্টাদাদুকে খোলা চিঠি !

সান্টাদাদুকে খোলা চিঠি !

সান্টাদাদুকে খোলা চিঠি !
সান্টাদাদু গো এইবার তোমার কাছে একটু অন্যরকম কিছু চাইবো । দিতে হবে কিন্তু । প্রত্যেকবারই কিছু না কিছু চাই, কিন্তু পাই না । মন খারাপ থাকে অনেকদিন ধরে । ছোটবেলায় শুনেছি ভোরবেলা তুমি নাকি বালিশের নীচে মোজার ভেতরে গিফ্ট লুকিয়ে রাখো । কিন্তু আমি তো কোনদিনই কোন কিছু পাইনি এখন পর্যন্ত । তাই এবারও আমাকে  নিরাশ করোনা সান্টাদাদু । প্লিজ প্লিজ প্লিজ !
সান্টাদাদু আমাকে ভাবনাচর্চার জন্য কিছু বুদ্ধি দিও গো । কোনটা ঠিক, কোনটা বেঠিক যাচাই করার জন্য বুদ্ধি দিও । মনের অস্পষ্টতা ও অস্বচ্ছতা দূর করার জন্য বুদ্ধি দিও । ভাবনাচিন্তা করার জন্য বুদ্ধি দিও ।
Image result for santa clause
জানো সান্টাদাদু নিত্য কাজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছি । কী করছি জানো ? শুধু শেয়ার আর শেয়ার করছি । আর কী শেয়ার করছি শুনলে তুমি শুধু হাসবে ! বেশিরভাগই নিজের ছবি  । সেলফি শব্দটি তুমি নিশ্চয়ই শুনেছ ! সকাল বিকাল সেলফি বা নিজস্বী তুলছি আর সামাজিক মাধ্যমে দিচ্ছি । কত্ত কত্ত লাইক পাচ্ছি, কত্ত কত্ত কমেন্ট আর শেয়ার করছে বন্ধুরা ! জানো সান্টাদাদু নিজেকেই তখন সেলিব্রিটি মনে হয় ! তাছাড়া নায়ক, নায়িকা সহ বিভিন্ন সেলিব্রিটিদের ছবি, খবর শেয়ার করছি, প্রচুর জোকস শেয়ার করছি । এগুলোতেও প্রচুরস লাইক, কমেন্ট আর শেয়ার পাই । আর কিছু ইনফো শেয়ার করছি । এগুলোতে খুব একটা লাইক, কমেন্ট বা শেয়ার না পেলেও একটা স্ট্যান্ডার্ড কিছু শেয়ার করছি এই ভাবটা মনে চলে আসে । তাই অল্প হলেও এগুলো দিই । এই নিয়েই সারাদিন ব্যস্ত থাকি আমি ।
Related image
কিন্তু দিনের শেষে মনে শান্তি নিয়ে রাতে ঘুমুতে পারিনা গো সান্টাদাদু । ঘুমোবার আগে ভাবি সারাদিন নিজের সৃষ্টি কী দিলাম ? সবই তো অন্যের সৃষ্টি । আমি তো শুধুমাত্র শেয়ার করছি । তাতে আমার ক্রেডিট কোথায় ??? তাছাড়া অনেক ইনফো যে শেয়ার করছি সেগুলো সত্য নাকি মিথ্যা যাচাই করছি না । কোন কিছু ভাবনাচিন্তা না করেই যা পাচ্ছি শেয়ার করে যাচ্ছি । বুঝতেও পারছি না কিভাবে যাচাই করতে হবে । ভাবনাচিন্তা কিভাবে করতে হয় জানিনা, বুঝিনা । তাই দিনান্তে বড্ড ভেঙ্গে পড়ি সান্টাদাদু । নিজেকে একটা সময় খুব বোকা মনে হয় ।
তাই সান্টাদাদু এইবার তুমি আমাকে নতুন জীবন দান করো । আমাকে ভাবনাচর্চা করার বুদ্ধি দাও । যুক্তি নির্ভর চিন্তাভাবনা করার শক্তি দাও । নিজস্ব সৃষ্টি করার যোগ্যতা দাও । তোমার কাছে এবারের চাওয়া এটাই ।
তুমি দেবে তো সান্টাদাদু ?
রাজা দেবরায়