Home আপডেট DA movement: ডিএ-র দাবিতে আন্দোলনারীদের প্রতি সহানুভূতিশীল মন্ত্রী শোভনদেব, কেন জানেনে?

DA movement: ডিএ-র দাবিতে আন্দোলনারীদের প্রতি সহানুভূতিশীল মন্ত্রী শোভনদেব, কেন জানেনে?

DA movement: ডিএ-র দাবিতে আন্দোলনারীদের প্রতি সহানুভূতিশীল মন্ত্রী শোভনদেব, কেন জানেনে?

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্না সোমবার চতুর্থ দিনে পড়ল। আন্দোলকারীদের দাবির সঙ্গে সহানুভুতি প্রকাশ করলেন ‘পেনশন হোল্ডার ’ তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে রাজ্যের টাকা না দিতে পারার কারণ হিসাবে তিনি কেন্দ্রের দিকেই আঙুল তুললেন।

এদিন এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তিনি আন্দোলকারীদের সঙ্গে সহানুভতিশীল। তাঁর কথায়,’আমি নিজে একজন পেনশন হোল্ডার। কেন্দ্র অনেক টাকা আটকে রেখেছে। সেই টাকা পেলে এঁদের সমস্যা মিটিয়ে দিতে পারতেন মুখ্যমন্ত্রী।’

গত সপ্তাহেই ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সিপিএমের লোক বলে মন্তব্য করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সে প্রসঙ্গে কৃষিমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে সরাসরি তিনি আন্দোলনকারীদের সিপিএমের লোক বলে দেগে দিতে চাননি। তবে মন্ত্রী মনে করেন এই আন্দোলনের পিছনে বিরোধীদের হাত রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তাদের কথায়, আদালতে রাজ্য হেরে গিয়েছে। সকলে আশা করেছিল সরকার সমস্ত ডিএ মিটিয়ে দেবে। কিন্তু তা না দিয়ে, টাকা খরচ করে সুপ্রিম কোর্ট গেল রাজ্য। আসলে রাজ্য সরকারের ডিএ দেওয়ার সদিচ্ছা নেই। তা থাকলে হাইকোর্টের রায়ের পর বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করত রাজ্য। অন্য রাজ্যগুলো কী করে দিচ্ছে? এক আন্দোলনকারীর কথায়,’কর্মবিরতির ঘোষণা করা সত্ত্বেও রাজ্যের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। উল্টে আমাদের একটি রাজনৈতিক দলের লোক বানিয়ে দেওয়া হল। আমরা এর শেষ দেখে ছাড়ব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here