Home খেলাধুলো স্কটল্যান্ডে শিশুদের ফুটবলে নিষিদ্ধ হতে চলেছে ‘হেড’ !

স্কটল্যান্ডে শিশুদের ফুটবলে নিষিদ্ধ হতে চলেছে ‘হেড’ !

স্কটল্যান্ডে শিশুদের ফুটবলে নিষিদ্ধ হতে চলেছে ‘হেড’ !

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে শিশুদের ফুটবল খেলায় হেড করার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে স্কটল্যান্ড। প্রাক্তন খেলোয়াড়রা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে আছে- এই রিপোর্ট পাওয়ার পরই স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন এমন উদ্যোগ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তরুণদের ফুটবলে হেডকে নিষিদ্ধ করেছে।

কেন ফুটবলে পরিবর্তন আনল মার্কিন যুক্তরাষ্ট্র ? ২০১৪ সালে বেশকিছু ফুটবলার ও তাদের অভিভাবকরা ফিফা, ইউএস সকার ও আমেরিকান ইয়ুথ সকার অর্গানাইজেশনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় একটি মামলা করলে যুক্তরাষ্ট্রের ফুটবলে তারা নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়। ফুটবল খেলার সময় মুখোমুখি সংঘর্ষের প্রভাব নিয়ে অবহেলার অভিযোগ আনা হয় এবং অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলাররা কতবার বলে হেড করতে পারবে তার একটি সংখ্যা বাধার কথা বলা হয়।