Home আপডেট Hiraan on Dev and Mithun: ‘দেব জেলে গেলে…সবথেকে দুশ্চিন্তা মিঠুনদা’কে নিয়ে’, দাবি ‘BJP-তেই থাকা’ হিরণের

Hiraan on Dev and Mithun: ‘দেব জেলে গেলে…সবথেকে দুশ্চিন্তা মিঠুনদা’কে নিয়ে’, দাবি ‘BJP-তেই থাকা’ হিরণের

Hiraan on Dev and Mithun: ‘দেব জেলে গেলে…সবথেকে দুশ্চিন্তা মিঠুনদা’কে নিয়ে’, দাবি ‘BJP-তেই থাকা’ হিরণের

গরুপাচার-কাণ্ডের পাণ্ডা এনামুল হকের থেকে টাকা নিয়েছেন দেব। এমনই অভিযোগ করলেন হিরণ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ওই মামলায় যদি দেব জেলে যান, তাহলে মিঠুন চক্রবর্তীর কী হবে, তা নিয়ে ‘দুশ্চিন্তা’-য় পড়ে গিয়েছেন বিজেপি বিধায়ক। পালটা তৃণমূল কংগ্রেসের দাবি, দেবকে দেখে হয়ত হিরণের হিংসা হচ্ছে।

শনিবার সাংবাদিক বৈঠকে হিরণ বলেন, ‘মাননীয় সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। সেজন্য তাঁকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে। সেই কেস চলছে। সেই কেসে যদি দোষী সাব্যস্ত হন, যদি তাঁকে জেলে হয়, তাহলে আমার সবথেকে দুশ্চিন্তা থাকবে মিঠুন দা’কে (প্রজাপতি সিনেমায় দেব এবং মিঠুন একসঙ্গে কাজ করেছেন) নিয়ে।’

কেন মিঠুনকে নিয়ে দুশ্চিন্তা করছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন হিরণ। বিজেপি বিধায়ক বলেন, ‘(মিঠুনদা) প্রয়োজক (দেবের) অধীনে কাজ করে ফেললেন। অত্যন্ত গর্বের বিষয় (যে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন), উনি অত্যন্ত সৎ ব্যক্তি। মিঠুন দা’র মতো সরল, সাদাসিধে মানুষ পৃথিবীতে বিরল। মিঠুন দা যেভাবে আগে টাকা ফেরত দিয়েছিলেন।’ সেইসঙ্গে হিরণ দাবি করেন, ‘প্রজাপতি’ থেকে যদি কোনও পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে দেবকে গ্রেফতার করা হলে মিঠুন নিশ্চিতভাবে টাকা ফিরিয়ে দেবেন।

যদিও দেবের বিরুদ্ধে হিরণ যে অভিযোগ করেছেন, তা পালটা দিয়েছে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘হিরণের কথার কোনও সারবত্তা নেই। ইডি, সিবিআই দেবকে একবার ডাকা হয়েছিল। তিনি সিবিআইয়ের কাছে বয়ান দিয়ে এসেছেন। তারপর থেকে কিছু হয়নি।’ সেইসঙ্গে জয়প্রকাশের কটাক্ষ, পেশাগত জায়গা থেকে ‘দ্বন্দ্ব’ নাকি অন্য কোনও কারণে আচমকা তৃণমূল সাংসদকে নিয়ে একটা সময়ের ‘পার্টটাইম অভিনেতা’ হিরণ আক্রমণ করছেন, তা জানেন না।

তৃণমূলে যোগদান নয়, দাবি হিরণের

দেবকে আক্রমণের মধ্যেই তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন হিরণ। বিজেপি বিধায়ক দাবি করেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, তা বিকৃত করা হয়েছে। তিনি অন্য কোনও দলে যাচ্ছেন না। বিজেপিতেই থাকছেন। তৃণমূলের নেতাদের এখন চোর অপবাদ শুনতে হচ্ছে। তৃণমূলে যাওয়ার প্রশ্নই উঠছে না। সেইসঙ্গে হিরণের দাবি, তৃণমূল থেকেই বরং প্রচুর নেতা বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। বিজেপির ‘জানালা-দরজা’ অপেক্ষায় আছেন বলে দাবি করেছেন হিরণ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here