Home আপডেট Hiran Chatterjee: বিজেপিতেই আছি, ছবি ফটোশপ করা, বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে বললেন হিরণ

Hiran Chatterjee: বিজেপিতেই আছি, ছবি ফটোশপ করা, বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে বললেন হিরণ

Hiran Chatterjee: বিজেপিতেই আছি, ছবি ফটোশপ করা, বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে বললেন হিরণ

যাঁর ছবি নিয়ে বিস্তর জল্পনার জল গড়িয়েছে সেই খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে। সম্প্রতি দু’জনের একটি ছবি সামনে এসেছে। তাতে দেখা হিরণের কাঁধে হাত দিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ছবি বিতর্ক চলার মাঝেই হিরণের সঙ্গে বৈঠক হয় বিরোধী দলনেতার। সেই বৈঠকে অভিনেতা তথা বিধায়ক তাঁকে জানান, তিনি কোথাও যাচ্ছেন না। বিজেপিতেই আছেন। তৃণমূলের প্রতীক লাগানো দেওয়ালের সামনে সোফায় বসে থাকা তাঁর যে ছবি প্রকাশ্যে এসেছে সেটি আসলে ফটোশপে তৈরি।

বিজেপি সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হিরণের একটি বৈঠক হয়। সেই বৈঠকে তিনি বিরোধী দলনেতাকে পরিষ্কার জানিয়ে দেন, তিনি বিজেপি ছাড়ছেন না। তাঁর কথায়,’বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, খড়্গপুরের মানুষ আমায় যে সম্মান দিয়েছে, তাঁদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। তৃণমূল আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কোনটাই পাললন করেনি। ওরা আমার সঙ্গে প্রতারণা করেছে।’

তৃণমূলের অফিসে হিরণের বসে থাকার যে ছবিটি দেখা গিয়েছে তাকেও ফটোশপ করে বানানো বলে অভিযোগ করেছেন হিরণ। প্রশ্ন হল ছবিটি যখন ভাইরাল হল সেই সময় তিনি তা জানালেন না কেন? বিরোধী দলনেতার কাছে তারও জবাব দিয়েছেন হিরণ। তিনি বলেন, যেহেতু সেই সময় তিনি বিদেশে ছিলেন তাই  তিনি কোনও প্রতিক্রিয়া জানাতে পারেননি। বিদেশে থাকার জন্য তিনি দুর্গাপুরে আয়োজিত বিজেপির সভায় যোগও দিতে পারেননি।

গত ২০ জানুয়ারি খড়্গপুর সদরের বিধায়ক হিরণের একটি ছবি প্রকাশ্যে আসে। যে ছবিতে দেখা যায় তৃণমূলের প্রতীক লাগানো দেওয়ালের সামনে একটি সোফায় হিরণ বসে রয়েছেন। তাঁর পাশে অন্য একটি সোফায় বসে রয়েছে পিংলার বিধায়ক অজিত মাইতি। এই ছবি প্রকাশ্যে আসার পরই হরিণকে নিয়ে জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলে ফিরছেন অভিনেতা।

শাসকদল এ নিয়ে ধোঁয়াশা বজায় রেখে বলে, বিজেপির অনেকেই যোগাযোগ রাখছেন। অন্য দিকে পাল্টা একটি ছবি পোস্ট করে বিজেপি দাবি করে, ছবিটি অ ফটোশপ করা। সূত্রের খবর, বিরোধী দলনেতার কাছে বিজেপির দাবিকে সঠিক বলে জানান হিরণ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here