Home আপডেট Howrah murder case: স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় খুন করল স্বামী, ধৃত ৩, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

Howrah murder case: স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় খুন করল স্বামী, ধৃত ৩, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

গায়ের রং কালো হওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার জগৎবল্লভপুরে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী-সহ গৃহবধুর শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। মৃত গৃহবধূর নাম দীপালি মাঝি। অন্যদিকে, অভিযুক্ত স্বামীর নাম প্রত্যুষ মাঝি। এ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা প্রত্যুষের বাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দিপালীর সঙ্গে প্রত্যুষের বিয়ে হয়েছিল আট বছর আগে। তাদের দুই সন্তানও রয়েছে। কিন্তু, বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। দীপালির গায়ের রং চাপা হাওয়ায় প্রথম থেকেই তাঁকে মেনে নিতে পারেনি প্রত্যুষ। ফলে তাঁর উপরে চলত মানসিক এবং শারীরিক নির্যাতন। শুধু তাই নয়, দীপালির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ ছিল প্রত্যুষের। শনিবার তাঁদের মধ্যে বচসা চরমে পৌঁছয়। তখনই দীপালিকে শ্বাসরোধ করে খুন করে প্রত্যুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মেয়ের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন দীপালির মা চাপরানি মাঝি। তিনি প্রত্যুষ ও তার দুই বোনের বিরুদ্ধে দীপালিকে নির্যাতনের অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, দীপালির গায়ের রং চাপা হওয়ায় প্রত্যুষ প্রায়ই তাঁকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া এড়িয়ে যেত। এদিকে, এই খুনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই জগৎবল্লভপুরের স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা মাঝির বাড়ি ভাঙচুর শুরু করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেট বসানো হয়। প্রতিবেশীদের অভিযোগ, প্রত্যুষ প্রায়ই তাঁকে মারধর করত। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here