Home আপডেট HS 2023 Economics exam review: কেমন হল উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষক

HS 2023 Economics exam review: কেমন হল উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষক

HS 2023 Economics exam review: কেমন হল উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষক

জীবনের প্রথম বড় পরীক্ষা বলতে মাধ্যমিক বোঝালেও এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সেই পরীক্ষা দিতে পারেনি। কোভিডের পাকে চক্রে ২০২৩ সালেই প্রথম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক দিচ্ছে তারা। আজ উচ্চমাধ্যমিকের অর্থনীতি পরীক্ষা ছিল। কেমন ছিল এবারের প্রশ্নপত্র? কী বলছেন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক? পরীক্ষাই বা কেমন হল পড়ুয়াদের? দু পক্ষের মতামতই শুনল হিন্দুস্তান টাইমস বাংলা। 

শিক্ষকের রিভিউ

কালীধন ইনস্টিটিউশনে অর্থনীতির বিশেষজ্ঞ শিক্ষক বিশ্বরূপ দাশগুপ্ত বলেন, ‘প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে বলা যায়। দীর্ঘ উত্তর লিখতে হবে এমন প্রশ্ন ছিল না। তবে কয়েকটা জায়গায় একটু সমস্যা চোখে পড়ল।’ কেমন সমস্যা? সে কথা জিজ্ঞেস করতেই জানা গেল, ‘এমসিকিউ বিভাগে ১ দাগের ৬ নম্বর প্রশ্নটি একটু কঠিন ছিল। এই বছরের পরীক্ষার্থীরা প্রথম বড় পরীক্ষা দিচ্ছে। এর আগে কোভিডের জন্য মাধ্যমিক দিতে পারেনি ওরা। তাই এক নম্বরের বিভাগে এমন প্রশ্ন না দিলেই ভালো হত। তাছাড়া একটু জটিল অঙ্ক কষেই বার করতে হবে উত্তরটা।’

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

 এই অঙ্কটির বিষয়ে বলার পাশাপাশি আরেকটি ব্যাপারও তুলে ধরলেন কালীধন ইনস্টিটিউশনের অর্থনীতির শিক্ষক। তাঁর কথায়, ‘১ দাগের ৭ নম্বর প্রশ্ন আর ২ দাগের ৬ নম্বর প্রশ্ন একই প্রশ্ন। অর্থাৎ রিপিট হয়েছে প্রশ্ন। যা উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষায় সাধারণত হওয়ার কথা নয়।’ এর পরে তিনি বলেন, ‘চারের দাগের ‘এ’ প্রশ্নটা একটু ঘুরিয়ে করা। এছাড়া আর কোনও ঘুরিয়ে করা প্রশ্ন তেমন চোখে পড়ল না। বেশ স্ট্যান্ডার্ড প্রশ্নই করা হয়েছে।’

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

কেমন হল পরীক্ষা— পড়ুয়াদের রিভিউ

পাঠভবন স্কুলের এক পরীক্ষার্থী শ্রীকান্ত গোস্বামী বলেন, ‘আজ পরীক্ষার প্রশ্নের মান বেশ ভালো ছিল। কিছু প্রশ্ন বেশ খুঁটিয়ে প্রশ্ন এসেছে। একেবারে সহজ প্রশ্ন নয়, তবে খুব কঠিনও নয়। আমার একটি প্রশ্নে খানিক অসুবিধা হয়েছে, তবুও বলবো ভালো প্রশ্ন । সব মিলিয়ে আজ পরীক্ষা বেশ ভালো হয়েছে। ছোট প্রশ্নগুলি খুব ভালো ছিল‌। কোনও প্রশ্নই ছেড়ে আসিনি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here