Home খেলাধুলো অকল্যান্ডের টি-২০ তে বিরাট বাহিনীর হাতে বিপর্যস্ত কিইউয়িরা

অকল্যান্ডের টি-২০ তে বিরাট বাহিনীর হাতে বিপর্যস্ত কিইউয়িরা

অকল্যান্ডের টি-২০ তে বিরাট বাহিনীর হাতে বিপর্যস্ত কিইউয়িরা

∆ নিউ জিল্যান্ড-
১৩২/৫ * (গাপটিল ৩৩)

∆ভারত-

১৩৫ /২
(রাহুল ৫৮*,শ্রেয়স ৪৪)

ফের ক্লিনিকাল পারফরম্যান্স ভারতের। আগের টি২০’র যেখানে শেষ করেছিল বিরাট বাহিনী আজ যেন সেখান থেকেই শুরু করল তারা।কিইউয়ি বাহিনীকে কার্যত পর্যুদস্ত করল তারা।অর্ধশতরান করলেন কেএল রাহুল। শ্রেয়স ৪৪ রান করে ইস সোধির বলে লং অনে ওভার বাউন্ডারি মারতে গিয়ে সাউদির হাতে ক্যাচ দিয়ে যখন আউট হলেন ততক্ষনে জয়ের দোড়গোড়ায় পৌঁছে গেছে তারা। অবশেষে শিবম দুবে ছয় মেরে ভারতকে ২-০ ফলের লিড এনে দেয় সিরিজে।

১৩৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই মাত্র ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১১ রানে সাউদির বলে আউট হন । অবশেষে লোকেশ ৫৭,শ্রেয়স৪৪,শিবম দুবে ৮ থেকে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ভারতকে বড় জয় এনে দেয়।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে নিউজিল্যান্ড। গাপ্তিল এবং মুনরো পার্টনারশিপ ভালই শুরু করেছিল। শার্দুল এবং জাডেজার বোলিংয়ে কিউইয়ের ব্যাটিংয়ে ভাঙন ধরে। জাডেজা ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়েছেন। পেয়েছেন কলিন এবং উইলিয়ামসনের উইকেট। মুনরো ২৬ ও গাপটিল ৩৩ রান করেন। রস টেলর ২৪ বলে ১৮ রান করেন। কিছুটা লড়াই করেন টিম সেফার্ট। ২৬ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। গাপ্তিল আউট হতেই কিছুটা কোণঠাসা হয় নিউজিল্যান্ড। শিবম দুবে কলিন মুনরো উইকেটটি পান। ২৫ বলে ২৬ রান করেন মুনরো। অধিনায়ক উইলিয়ামসন (১৪) এবং গ্রান্ডহোম (৩) পরপর দুটি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা।শেষ ৬ ওভারে নিউজিল্যান্ড ৪৮ রানে এক উইকেট হারায় । গাপ্তিল, শার্দুল ঠাকুরের বলে আউট হন ২০ বলে ৩৩ রান করেন। অবশেষে প্রায় ১৫-২০ রান এই পিচে কম করার খেসারত দিল কিইউয়ি দল। তাদেরকে সহজে হারিয়ে ভারত ২-০ তেএগিয়ে গেল। এই ভারত যে ফর্মে রয়েছে তাদের বিরুদ্ধে উইলিয়ামসনদের সিরিজে কামব্যাক যে সহজ হবে না তা বলাই বাহুল্য।