Categories: বিদেশ

Israel–Hamas war: হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব, ভারতের সিদ্ধান্ত কোন দিকে? কার পাশে দাঁড়াল?


Israel–Hamas war: সময় বয়ে গেলেও জারি রয়েছে ইসরায়েল আর হামাসের দ্বন্দ্ব। যা গোটা বিশ্বের কাছে এখন হট টপিক। নিহত হচ্ছে প্রচুর নিরীহ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। বারংবার যুদ্ধবিরতির প্রসঙ্গ এলেও, এখনো পর্যন্ত দুই পক্ষ কোন সুষ্ঠু সমাধানে আসেনি। সম্প্রতি এ বিষয়ে জাতিসংঘের একটি প্রস্তাব রাখা হয়েছে। যেখানে কিছু দেশ সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, কেউ বিপক্ষে আবার কেউবা থেকেছে নিরপেক্ষ অবস্থানে। এমত অবস্থায় ভারত কোন দিকে?

‘আজতাক'(হিন্দি) এর রিপোর্ট অনুযায়ী, ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যা ইসরাইল-হামাস সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির পাশাপাশি সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির দাবি করেছিল। ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার একটি জরুরি বিশেষ অধিবেশনে মিশর কর্তৃক উপস্থাপিত খসড়া প্রস্তাবটি গ্রহণ করে। জাতিসংঘের ১৫৩টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ২৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল এবং ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

আলজেরিয়া, বাহরাইন, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। দেশ গুলো গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলির মধ্যে ছিল আমেরিকা, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, গুয়াতেমালা, ইসরায়েল, লাইবেরিয়া, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউ গিনি এবং প্যারাগুয়ে। রেজোলিউশনে সমস্ত জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির পাশাপাশি মানবিক অ্যাক্সেস নিশ্চিত করার এবং আন্তর্জাতিক আইনের অধীনে সমস্ত পক্ষকে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গুরত্ব দেওয়া হয়েছে, নাগরিকদের নিরাপত্তায়।

ভারত অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। তবে প্রস্তাবে হামাসের নাম ছিল না। ভারত অক্টোবরে সাধারণ পরিষদে একটি প্রস্তাবে ভোটদানে অনুপস্থিত ছিল যা ইসরায়েল-হামাস সংঘাতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় বাধাহীন মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছিল। জর্ডান কর্তৃক প্রণীত রেজোলিউশনে গাজা উপত্যকা জুড়ে বেসামরিক নাগরিকদের জন্য অবিলম্বে, অবিচ্ছিন্ন, পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণ হারিয়েছে। গত ৭ অক্টোবর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি কিছু গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত হামলায় ৩৩ শিশু সহ ১২০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় এ পর্যন্ত অন্তত ১৮,২০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৪৯,৬৪৫ জন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

8 mins ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

11 mins ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

3 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

12 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

13 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

13 hours ago