Homeপাঁচমিশালিইতিহাস আর ঐতিহ্যকে বুকে...

ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে কলকাতার ছয়টি “কলোনীয়াল” স্থাপত্য~

ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক ও বিভিন্ন ধর্ম বর্ণ সমন্বিত শহর হল কলকাতা যা সভ্যতার বিভিন্ন স্তরে সামাজিক নানান কর্মকান্ডের স্মারক বহন করছে। চাইনিজ, আমেরিকান, জিউইস্ এবং অন্যান্য বহিরাগত জনসংখ্যার একটা বড় অংশ কলকাতাকে নিজের আবাস বলে মনে করেছে। তাই এই শহরটির স্থাপত্য ও কারিগরি দিকটি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের কথা ঘোষণা করে। এখানে ছয়টি বিল্ডিং সম্পর্কিত তথ্যাবলি ব্রিটিশ আমলে ভারতবর্ষ তথা কলকাতার স্থাপত্যের অনন্য নিদর্শন বর্ণনা করেছে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল —

Related image

কলকাতার অন্যতম সৌন্দর্যমন্ডিত স্থাপত্য হল ভিক্টোরিয়া মেমোরিয়াল যা ১৯০৬ ও ১৯২১ সালের মধ্যবর্তী সময়ে রানী ভিক্টোরিয়ার (১৯০১) মৃত্যুর স্মারক হিসাবে নির্মিত হয়। ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসনের প্ল্যান হিসাবে এই বিল্ডিংটি সাদা মার্বেল দ্বারা নির্মিত যা রাজস্থান থেকে আমদানিকৃত এবং ভারতীয় ও ব্রিটিশ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হিসাবে বিরাজমান। বিভিন্ন দেশের বিভিন্ন স্থাপত্যের সংমিশ্রণে সৃষ্ট এই স্মৃতিসৌধটি ইজিপ্ট, মুঘল, ডেকান, ভেনেটিয়ান প্রভৃতি জাতি ও দেশের স্থাপত্যশিল্পের নিদর্শন বহন করছে।

সেন্ট পলস্ ক্যাথিড্রাল–

Image result for st paul's cathedral kolkata

ভারতের সিটি অফ জয় তে ১৮৪৭ সালে নির্মিত এই গীর্জাটি সর্বাপেক্ষা বৃহৎ। গথিক স্থাপত্য ও ছোট রঙিন কাঁচের টুকরো দ্বারা নির্মিত জানালা বিশিষ্ট, দুধসাদা ক্যাথিড্রাল চার্চ কলকাতার ক্রমবর্ধমান ইওরোপিয়ানদের স্বাক্ষর বহন করে প্রাথমিক ঊনবিংশ শতাব্দীতে। এর আগে অনেক ছোট সেন্ট জনস্ ক্যাথিড্রালে তাদের যাতায়াত ছিল যেটি নির্মিত হয়েছিল ১৭৮৭ সালে।

ক্যাথিড্রাল রোড, কলকাতা

মার্বেল প্যালেস–

Image result for marble palace kolkata

ঐতিহাসিক উত্তর কলকাতায় অবস্থিত ঊনবিংশ শতাব্দীতে রাজা রাজেন্দ্র মল্লিক, এক বনেদী বাঙালী ধনকুবের নির্মিত এই মার্বেল প্যালেস অবস্থিত। রাজা রাজেন্দ্র মল্লিকের অসাধারণ কারিগরি ও শিল্পমনস্কতার পরিচয় হিসাবে এই তিনতলা মার্বেলের দেওয়াল ও মেঝে সমেত বিল্ডিংটি নির্মিত হয়। দেওয়ালে ভারতীয় ও ইওরোপিয়ান আর্টিস্টদের আঁকা অসাধারণ চিত্রাবলী শোভা পাচ্ছে। সাথেই অসাধারণ স্থাপত্য,প্রাচীন আসবাবপত্র এবং অন্যান্য দামী জিনিসপত্র এখানে রয়েছে। রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধরগণ এখানে বসবাসকালীন এই মার্বেল প্যালেসের বেশ কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

৪৬, মুক্তারাম বাবু ষ্ট্রীট,কলকাতা, জোড়াসাঁকো,রাম মন্দিরের বিপরীতে এটি অবস্থিত।

কলকাতা টাউন হল–

Image result for town hall kolkata
১৮১৩ সালে কলকাতার ইওরোপীয়ান কম্যুনিটি একসাথে একজায়গায় জমায়েত হয়ে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান পালন করার জন্য এই টাউন হলের নির্মাণ করে যা বর্তমানে কলকাতার অন্যতম পরিচিত একটি বিল্ডিং। রোমান ডরিক স্টাইলে নির্মিত এই বিল্ডিংটি ঊনবিংশ শতকের একটা সময় আইনকানুন প্রয়োগের প্রয়োজনে ব্যবহার হত কারণ কলকাতা হাইকোর্ট তখন তৈরী হচ্ছিল। এখানে বর্তমানে মিউজিয়াম ছাড়াও একটি লাইব্রেরী আছে যেখানে প্রায় ১২,০০০ বই এবং পুরানো সংবাদপত্র আছে যেগুলি আজ সারা দুনিয়ায়য় অমিল।

এসপ্ল্যানেড রো ওয়েস্ট, বি বি দি বাগ, কলকাতা

কলকাতা হাই কোর্ট —

Image result for high court kolkata
এটি সারা ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাই কোর্ট যেটি ১৮৮২ সালে নির্মিত। নিও গথিক স্টাইলে নির্মিত এই বিল্ডিংটি ব্রিটিশ স্থপতি ওয়ালটার গ্র্যানভাইলের ডিজাইন অনুযায়ী নির্মিত হয়। বলা হয় যে, এটি বেলজিয়ামের ওয়াইপ্রাসের ক্লথ হলের মডেলকে মনে রেখে বানানো হয়েছিল।

৩,এসপ্ল্যানেড রো ওয়েস্ট, বি বি দি বাগ, কলকাতা

বেলভেডিয়ার এস্টেট —

Image result for national library kolkata

ন্যাশনাল লাইব্রেরী অফ ইন্ডিয়ার মুখ্য “বাড়ী” হিসাবে, সমগ্র ভারতের সর্বাপেক্ষা বৃহৎ লাইব্রেরী, বেলভেডিয়ার এস্টেট আঠারোশ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থাপিত হয়। বেলভেডিয়ার হাউস তৈরী করেন মীর জাফর আলি খান, বাংলার নবাব, ১৭৬০ সালে, যিনি পরবর্তী সময়ে এটি তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিয়েছিলেন।

বেলভেডিয়ার রোড, ব্লক এ,আলিপুর, কলকাতা

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে প্রাক্তন বিচারপতির কাছে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। তার মধ্যেই কথা হয় দু’‌জনের। অশোকবাবু পরে জানান, তাঁর জীবনে এরকম ঘটনা আগে...

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের...

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ গোবিন্দা। সূত্রের খবর, তাঁকে প্রার্থীও করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন...

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।আরও পড়ুন: ব্যক্তি...

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

তিনি বারবারই বলেছেন, বিবিধের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তাঁর সভা থেকে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি দুর্গাপুজোর উদ্বোধনও করেন, ইউনেস্কোর প্রতিনিধিদের নিয়ে রাস্তায় হাঁটেন, গুরুদ্বোয়ারায় গিয়ে পুজো...

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

গঙ্গার তলা দিয়ে মেট্রো এখন হাওড়া পৌঁছে গিয়েছে। তাতে যাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া বইছে। কম সময়ে নিরাপদে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো পৌঁছে যাবার উদ্যোগ নেওয়া হয়েছে। যা চলতি বছরের দুর্গাপুজোর প্রাক্কালে কাজ শেষ যাবে বলে সূত্রের...

বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর

আরও আটটি মেডিক্যাল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই আটটি নতুন মেডিক্যাল কলেজের জন্য আবেদন করা হয়েছিল। সেই আটটিরই অনুমোদন মিলেছে বলে খবর। দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল। তার মধ্যে থেকে মোট ১১২টির ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে...

Mamata calls Councillor: তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার

বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনার মধ্যেই স্থানীয় কাউন্সিলরকে ফোন তৃণমূলনেত্রী। বরাহনগর পুরসভার কাউন্সিলর রঞ্জন পালকে ফোন করে মমতা বলেন, তোমাকে প্রার্থী করতে পারলাম না। তবে ভালো প্রার্থী দিয়েছি।আরও পড়ুন: প্রচারে ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না...

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবের রাশ কার হাতে থাকবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই প্রশ্ন তুলে ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বরাবর...

PM Modi’s economic advisor on Kolkata: সিগারেট-মদেই ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। সিদ্ধার্থ আহলুওয়ালির 'দ্য নিওন শো' পডকাস্টে কলকাতা ও বাঙালিদের ‘অধঃপতন' নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, বর্তমানে...

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ...

Rat inKMC: ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফলে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব...