আপডেট

তৃণমূলের নাম করে ফোনে আম জনতাকে নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে বিজেপি ~ নবান্ন থেকে বিজেপির IT Cell কে সরাসরি আক্রমণ মমতার……

একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব লেগেই রাজনৈতিক শিবিরের মধ্যে। নেতাদের আক্রমণ প্রতি-আক্রমণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। শাসকদলকে কোণঠাসা করতে যখন কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির, তখনই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফের বিজেপি আইটি সেলের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষের কাছে ফোন করে তৃণমূল কংগ্রেসের নাম করে গালাগালি দিচ্ছে বিজেপি, এদিন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। জনৈক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এদিন বিজেপির আইটি সেলের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের নামে ফোন করছে। প্রথমে একটু মিঠে আলাপ করছে, তারপরেই গালাগালি দিচ্ছে।” একটি প্রাইভেট নম্বর থেকে অনেকের কাছেই এমন ফোন করা হচ্ছে বলে জানিয়েছে তিনি।এদিন নবান্নে ‘মা কিচেন’ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মমতা। বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে একটা প্রাইভেট নম্বর থেকে ফোন করা হচ্ছে। তৃণমূলের নাম করে কিছুক্ষণ কথা বলার পর তাঁদের গালিগালাজ করছে ফোনে।’ মমতা বলেন, ‘আমার ধারণা এটা বিজেপি আইটি সেলের কাজ। পুলিশকে এই ঘটনার তদন্ত করতে বলেছি। বেআইনি কিছু পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলকে বদনাম করার জন্য আইটি সেলকে মাঠে নামিয়েছে বিজেপি। ফোনে যে ভাবে তারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তাতে তাই মনে হচ্ছে।’ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির আইটি সেল ছাড়া এ ধরণের কাজ আর কেউ করবে না। এমন ঘৃণ্য আচরণের তীব্র সমালোচনাও করেছেন তিনি। তিনি বলেন, “এদের লজ্জা নেই। কুৎসা করা ছাড়া আর কোনো কাজ নেই। ন্যূনতম ভদ্রতাবোধ নেই।” অমিত শাহের কথার সূত্র টেনে এনে বিজেপির এক লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে কোনো মিথ্যা খবরকে সেকেন্ডের মধ্যে ভাইরাল করার ক্ষমতা রাখে বিজেপির আইটি সেল। ভোটের আগে শাসকদলের ভাবমূর্তিকে কলুষিত করার বিজেপির চক্রান্তকে প্রশ্রয় না দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, “সব ফোন ধরবেন না। সবার সঙ্গে কথা বলবেন না। জেনে রাখবেন এটা বিজেপির আইটি সেলের কাজ।” এ ধরণের নোংরামো দেখলে পুলিশ এবং সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দায়ের করার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার সঙ্গে সম্প্রতি এই ফোনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সূত্রেই বিষয়টি সামনে এসেছে। তবে শুধু ওই পড়ুয়াই নয়, তৃণমূল কংগ্রেসের এই “ভুয়ো” ফোন পেয়েছেন আরো অনেকেই। পুলিশকে এই বিষয়ে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

43 mins ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

5 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

5 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

5 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

6 hours ago