Home খেলাধুলো বিসিসিআই সেন্ট্রাল চুক্তি থেকে ছেটে ফেলা হল ধোনিকে

বিসিসিআই সেন্ট্রাল চুক্তি থেকে ছেটে ফেলা হল ধোনিকে

বিসিসিআই সেন্ট্রাল চুক্তি থেকে ছেটে ফেলা হল ধোনিকে

মহেন্দ্র সিং ধোনি কি এবার অবসরের পথে। তাকে কি অবসরের রাস্তা দেখাল বিসিসিআই । বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত গতবছরও ধোনি বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে ছিলেন।

বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে ধোনি। ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন বোর্ডকে জানিয়েই। সেই বিরতি নিয়ে আর দলে ফেরেননি তিনি। তারমধ্যেই ধোনিকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হল। প্রায় ৬ মাসেরও বেশি সময় জাতীয় দলের বাইরে তিনি ।

২০২০ সালের বিসিসিআইয়ের A+ ক্যাটেগরিতে রয়েছেন তিনজন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জশপ্রীত বুমরাহ। যারা ম্যাচ ফি ছাড়াও, বার্ষিক ৭ কোটি টাকা বেতন পাবেন। A ক্যাটেগরিতে রয়েছেন ১১ জন ক্রিকেটার। এঁনারা হলেন, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্থ। যাদের বার্ষিক বেতন ৫ কোটি টাকা। B ক্যাটেগরিতে রয়েছেন ৫ জন। এনারা ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ঝুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়া এবং ময়ঙ্ক আগরওয়াল। হার্দিক পাণ্ডিয়ার চুক্তির অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই চোটের জন্য মাঠের বাইরে আছেন তিনি। এই ক্যাটেগরির ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি টাকা বেতন পাবেন। বিসিসিআইয়ে C গ্রেড পেয়েছেন ৮ জন। এনারা হলেন, কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মণীশ পাণ্ডে, হনুমা বিহারী, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর।