আপডেট

আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম ভরকেন্দ্র পশ্চিমবঙ্গ ~ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে বার্তা প্রধানমন্ত্রীর ……

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সোমবার সাহাগঞ্জে যেখানে রাজনৈতিক সভা করেছিলেন, তার পাশেই সরকারি প্রকল্প উদ্বোধনের জন্যও মঞ্চ তৈরি হয়েছিল। সেই মঞ্চ থেকেই সবুজ পতাকা দেখিয়ে মেট্রোর এই সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন মোদী। প্রকল্প উদ্বোধনের সঙ্গে সঙ্গে বললেন, পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম কেন্দ্র। বর্তমানে ভারতের উদ্বোধন হচ্ছে তাতে মেড ইন ইন্ডিয়ার রয়েছে। তিনি আরো বলেন, এই নতুন রেল লাইন কৃষি থেকে শিল্পাঞ্চল সকলকে জুড়বে এবং একাধিক রুটে চাপ কমবে নিত্যযাত্রীদের। আগামিকাল, মঙ্গলবার থেকেই সবার জন্য এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনো বদল হচ্ছে না। ফলে কবি সুভাষ থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে।কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউনে ৭৯টি করে ট্রেন চলাচল করবে। অফিস টাইমে ৬ মিনিট অন্তর এবং অন্যান্য সময় ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.১৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে বরাহনগর যেতে খরচ হবে ৫ টাকা। নোয়াপাড়া পর্যন্ত সফরের ভাড়া পড়বে ১০ টাকা। দমদম পর্যন্ত ভাড়া ১৫ টাকা।  ২০১০-১১-র রেলবাজেটে এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেট্রোর সম্প্রসারিত রুটের উদ্বোধন ছাড়াও এদিন প্রধানমন্ত্রী কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ এবং খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন, হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর এবং মগরার মধ্যে তৃতীয় লাইনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বাংলা সহ ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন। বলেন, ‘নতুন ট্রেন ও মেট্রো প্রকল্প হওয়ার ফলে হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মানুষের সুবিধা হবে। এক ঘন্টায় মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পৌঁছনো যাবে। পড়ুয়াদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, আইএসআই ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে সুবিধা হবে। কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও সুচারু হল।’ মেট্রোর আধুনিকীকরণে দেশিয় প্রযুক্তির জোর দেওয়া হয়েছে বলে দাবি করেন মোদী।প্রকল্প ঘোষণার দীর্ঘ ১০ বছর বাদে বাস্তবায়িত হচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুট। গত ৫ ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের পথ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বোর্ডের সদস্যরা। শর্তসাপেক্ষে ওই পথে মেট্রো চলাচলে ছাড়পত্র দেয় বোর্ড।

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

2 hours ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

5 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

7 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

7 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

7 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

8 hours ago