আপডেট

নির্বাচনের আগেই আস্থাভোটে হেরে পতন পুদুচেরি কংগ্রেস সরকারের……

পুদুচেরিতে পতন ঘটল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের। নির্বাচনের  আগেই আস্থা ভোটে হেরে গেলেন তিনি। ফলে পুদুচেরি কংগ্রেসের হাতছাড়া হল।আস্থাভোটে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী পদত্যাগ করলেন।সোমবার পুদুচেরি বিধানসভায় বিশেষ অধিবেশনে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে ব্যর্থ হল নারায়ণস্বামীর সরকার। কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভার মোট আসন ৩৩ টি। কিন্তু ২০২০ সালের জুলাই থেকে রবিবার রাত পর্যন্ত একের পর এক বিধায়কের পদত্যাগের পর মোট আসনসংখ্যা কমে ২৬ হয়। সে ক্ষেত্রে সরকার টিকিয়ে রাখার জন্য ১৪টি আসনই যথেষ্ট ছিল।  রবিবার শাসক শিবিরের দু’জন বিধায়ক, কে লক্ষ্মীনারায়ণ ও কে বেঙ্কটেশন পদত্যাগ করায় জোট সরকারের আসন সংখ্যা দাঁড়ায় ১২ তে।এই অবস্থায় বিরোধীদের পক্ষ থেকে আস্থাভোটের দাবি করা হয়। বিরোধীদের দাবি অনুযায়ী আস্থাভোটের প্রস্তাব জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আস্থাভোটের ফলাফলে, বিরোধী শিবিরে এনআর কংগ্রেস,এআইএডিএমকে, বিজেপি জোটের আসনসংখ্যা এখন ১৪।তাতেই সংখ্যাগরিষ্ঠতা হারায় নারায়ণস্বামীর সরকার। এ দিন শেষ মুহূর্ত পর্যন্ত সরকার টিকিয়ে রাখা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন নারায়ণস্বামী। বিজেপি শিবির থেকে মনোনীত ৩ বিধায়ককে আস্থাভোটে অংশ নিতে দেওয়া চলবে না বলে স্পিকারের কাছে আর্জি জানান তিনি। কিন্তু এর আগে একটি রায়ে মনোনীত বিধায়কদের ভোটদানের অধিকার প্রদান করেছিল সুপ্রিম কোর্ট। তাই বিজেপি থেকে বিধায়ক পদে মনোনীত নেতারাও এ দিন ভোট দেন। তাতেই নারায়ণস্বামীর সরকার পড়ে যায়।সরকার পড়ে যাওয়ার পরেই পুদুচেরি ‘অপারেশন পদ্ম’ চালানোর অভিযোগ করেন নারায়ণস্বামী। কারণ ইতিমধ্যেই বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন কংগ্রেসের দুই নেতা।সোমবার বিধানসভা কক্ষে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, বিধায়কদের দলের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। যে বিধায়করা তাঁদের ইস্তফা জমা দিয়েছেন মানুষ ওঁদের সুবিধাভোগী হিসেবে চিনবেন। নিজের বক্তব্য রাখার পর বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান ভি নারায়ণস্বামী।বিধানসভার স্পিকার আস্থাভোটের ফলাফল ঘোষণা করার পরেই পুদুচেরির মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন। এদিন ভি নারায়ণস্বামী অভিযোগ করেন, প্রাক্তন রাজ্যপাল কিরণ বেদী ও কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে ষড়যন্ত্র করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। পুদুচেরির মানুষদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বলেও তিনি দাবি করেন।

 

Recent Posts

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

27 mins ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

2 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

2 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

3 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

3 hours ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

3 hours ago