Home আপডেট OMR শিট নয়, তার কার্বন কপি মিলেছে কুন্তলের বাড়ি থেকে, দাবি প্রাইমারি বোর্ড

OMR শিট নয়, তার কার্বন কপি মিলেছে কুন্তলের বাড়ি থেকে, দাবি প্রাইমারি বোর্ড

OMR শিট নয়, তার কার্বন কপি মিলেছে কুন্তলের বাড়ি থেকে, দাবি প্রাইমারি বোর্ড

গত ১১ ডিসেম্বর হওয়া প্রাথমিক টেটের যাবতীয় OMR শিট সুরক্ষিত রয়েছে। সোমবার আদালতে এমনই জানালেন প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী। এর আগে ইডি সূত্রে জানা যায়, কুন্তলের বাড়িতে তল্লাশিতে গত ১১ ডিসেম্বরের প্রাথমিক টেটের অন্তত ৩০টি OMR শিট উদ্ধার হয়েছে। সংসদের আইনজীবী জানিয়েছে, যে নথিগুলি উদ্ধার হয়েছে সেগুলি OMR শিটের কার্বন কপির প্রতিলিপি।

সোমবার কুন্তল ঘোষের বাড়ি থেকে OMR শিট উদ্ধারের বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উত্থাপিত হয়। এর জেরে আদালতের ব্যাপক ভর্ৎসনার মুখে পড়েন সংসদের আইনজীবী। তিনি বলেন, কারা প্রাথমিক শিক্ষা সংসদ চালাচ্ছে? কিছু দালাল এখনো চাকরি বিক্রি করার চেষ্টা করছে। কিছু দালাল তাদের আড়াল করছে। ১৮৬টি ওএমআর শিটের রোল নম্বর আমার চাই’।

এর পরই সংসদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘OMR শিট উদ্ধারের সঙ্গে সংসদের কোনও সম্পর্ক নেই। পরীক্ষায় স্বচ্ছতার জন্য এবার OMR শিটের প্রতিলিপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। সেগুলি বাড়ি নিয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা। যাতে জমা দেওয়ার পর ওএমআর শিট দাগানো হয়েছে এই অভিযোগ না ওঠে। সেই কার্বন কপি জেরক্স করে কেউ কাউকে দিয়ে থাকলে সংসদের কিছু করার নেই।’

এর পর এক সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল বলেন, ২০২২ প্রাথমিক টেটের সমস্ত OMR শিট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সংসদের মানহানি করার চেষ্টা করে লাভ হবে না। এবার পরীক্ষার্থীদের OMR শিটের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সেই প্রতিলিপি পরীক্ষার্থীরা কোথায় রাখবেন তার দায় সংসদের হতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here