Home বিদেশ Pakistan Blast: নমাজের সময় কেঁপে উঠল মসজিদ, পেশোয়ারে রক্তক্ষয়ী বিস্ফোরণে বাড়ছে মৃত্যুর সংখ্যা

Pakistan Blast: নমাজের সময় কেঁপে উঠল মসজিদ, পেশোয়ারে রক্তক্ষয়ী বিস্ফোরণে বাড়ছে মৃত্যুর সংখ্যা

Pakistan Blast: নমাজের সময় কেঁপে উঠল মসজিদ, পেশোয়ারে রক্তক্ষয়ী বিস্ফোরণে বাড়ছে মৃত্যুর সংখ্যা

নয়া দিল্লি: পুলিশের সদর দফতরের (Police Headquarters ) মধ্যেই মসজিদ (Mosque), অথচ নিরাপত্তার বেড়াজাল কাটিয়েই সেই মসজিদেই বিস্ফোরণ। সোমবার পাকিস্তানের (Pakistan) পেশোয়ারের (Peshwar) এই মসজিদে নমাজের (Namaz) সময় ভয়াবহ বোমা (Bomb) বিস্ফোরণ (Blast) ঘটে। রক্তক্ষয়ী এই বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা।                                                    

সংবাদসংখ্যা এএফপি জানিয়েছে, এখনও পর্যন্ত এই বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২০ জনেরও বেশি। এই বিস্ফোরণের জেরে মসজিদের ছাদ ও দেয়ালের বেশ কিছুটা অংশ ধসে ভেঙে পড়েছে। দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকাজও। আহতদের মধ্যে অনেককেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হচ্ছে।                                                               

এই বিস্ফোরণের নেপথ্যে কোনও জঙ্গিগোষ্ঠী রয়েছে কি না তা এখনও তদন্তাধীন। যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, গতবছর মার্চেও পেশোয়ারের এক মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৬৪ জন ৷ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মদতে ওই বিস্ফোরণ হয়েছিল বলে জানা যায়। ২০১৮ এর পর পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ছিল সেটাই৷ গত ২২ জানুয়ারিও পেশোয়ারে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল৷                             

  

আরও পড়ুন, ‘চুরি করে মজা লাগল’, গৃহকর্তাকে সর্বস্বান্ত করে হোয়াটসঅ্যাপ মেসেজে চোরের চ্যালেঞ্জ!

পেশোয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম খান বলেন, “আমাদের হাসপাতালে মৃতদেহ আসছে। আহতদেরও নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। অত্যন্ত জরুরিকালীন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি।”                                                          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here