Home খেলাধুলো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হল স্প্যানিশ সুপার কাপে

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হল স্প্যানিশ সুপার কাপে

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হল স্প্যানিশ সুপার কাপে

জেদ্দায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় শেষপর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে অ্যাটলেটিকোকে ৪—১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।

টাইব্রেকারে রিয়ালের হয়ে শেষ শটটি নেন সার্জিও র‌্যামোস। তার গোলেই রিয়ালের খেতাব নিশ্চিত হয়। ১১ বার সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। রিয়ালের দ্বিতীয়বার কোচ হয়ে প্রথমবার কোনও খেতাব জিতলেন জিনেদিন জিদান । কোচিং জীবনে মোট দশটি খেতাব জিতলেন তিনি।

অতিরিক্ত সময়ে গোলের দারুন সুযোগ পেয়েছিলেন অ্যাটলেটিকোর মোরোতা। রিয়ালের ভ্যালভার্দে লাল কার্ডও দেখেন। ভ্যালভার্দে জানিয়েছেন যে তাঁর ফাউল করা ছাড়া আর কোনও উপায় ছিল না। এর জন্য তিনি মোরোতার কাছে ক্ষমাও চেয়েছেন।