Home খেলাধুলো Sports Highlights: রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পরীক্ষা ভারতের, রঞ্জি দলে শাহবাজ, খেলার দুনিয়ার সারাদিন

Sports Highlights: রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পরীক্ষা ভারতের, রঞ্জি দলে শাহবাজ, খেলার দুনিয়ার সারাদিন

Sports Highlights: রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পরীক্ষা ভারতের, রঞ্জি দলে শাহবাজ, খেলার দুনিয়ার সারাদিন

কলকাতা: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে আজ ইংল্যান্ড। আইএসএলে এটিকে মোহনবাগানের জয়। খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

আজ ভারত-ইংল্যান্ড ফাইনাল

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s U-19 T20 World Cup) ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস সেমিফাইনালে যারা অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়ে দিয়েছে।

এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আইসিসি। যে টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেমিফাইনালে কার্যত একপেশেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে। আর অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩ রানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

নতুন চ্যাম্পিয়ন

প্রতিপক্ষের ঝুলিতে উইলম্বডনের (Wimbledon) মতো বড় খেতাব। ফাইনালে স্বাভাবিকভাবেই এলেনা রাবাকিনাকে (Elena Rybakina) ফেভারিট মনে করেছিলেন অনেকে। প্রথম সেট ৬-৪ জিতে সেই ধারণাকেই আরও পোক্ত করে তুলেছিলেন রুশ তারকা।

সেখান থেকে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন আরিয়ানা সাবালেঙ্কার (Aryna Sabalenka)। পরের দুই সেট জিতে নিলেন ৬-৩ ও ৬-৪ ব্যবধানে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। অস্ট্রেলীয় ওপেন পেল নতুন মহিলা চ্যাম্পিয়ন।

নতুন নিয়ম

ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের নায়ক তিনি। আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez)। প্রথমে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও পরে ফাইনালে ফ্রান্সকে হারাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তেকাঠির নীচে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। তবে বিতর্কও হয়েছিল। অভিযোগ উঠেছিল, প্রতিপক্ষ ফুটবলারের মনোযোগ নষ্ট করার জন্য অন্যায্য কাজ করেছেন তিনি।

মার্তিনেজের জন্য এ বার বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম! ফিফা সূত্রে সেরকমই খবর। এ ব্যাপারে ফিফা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।

কী হতে পারে নতুন নিয়ম?

শোনা যাচ্ছে, পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকদের নড়াচড়ায় আরও বিধিনিষেধ আসতে পারে। এতে আরও কঠিন হবে গোলরক্ষকদের পরিস্থিতি। কারণ, সেই নিয়ম চালু হয়ে গেলে স্ট্রাইকারকে বিরক্ত করা যাবে না। অযথা দেরি করাতে পারবেন না গোলকিপাররা। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়া করে মার্চ মাসে লন্ডনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার বৈঠকে তা পেশ করা হবে বলে জানা গিয়েছে।

এটিকে মোহনবাগানের জয়

আইএসএলে (ISL) কলকাতার এক প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) হেরেই চলেছে। তবে সমর্থকদের হতাশ করল না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল তারা। আইএসএলে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।

ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস। তাঁর জোড়া গোলেই ওড়িশাকে ২-০ গোলে পরাজিত করে এটিকে মোহনবাগান। দুই অর্ধে ১টি করে গোল করেন দিমিত্রি। ম্যাচের শেষ বেলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আশিক কুরুনিয়ান। তবে তাতে ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি মোহনবাগানের।

বাংলার দল

ওড়িশার কাছে অপ্রত্যাশিত হারের পর কোয়ার্টার ফাইনালের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। আর সেই অঙ্কে প্রধান কাঁটা হিসাবে হাজির হয়েছে ওপেনিং সমস্যা।

চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ওপেনিং সমস্যা লাগাতার ভুগিয়েছে বাংলাকে। বারবার ওপেনিং জুটি বদলেও লাভ হয়নি। আগের ম্য়াচে কর্ণ লালকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। ওপেনিং মজবুত করতে কোয়ার্টার ফাইনালের আগে তাই বাংলা দলে অন্তর্ভুক্ত করা হল কাজি জুনেইদ সইফিকে। বাংলার অনূর্ধ্ব ২৫ দলের হয়ে যিনি ধারাবাহিকভাবে রান করেছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে কাজিকে ওপেনার হিসাবে খেলানো হয় কি না, তা নিয়ে নানারকম কাটাছেঁড়া চলছে বাংলা শিবিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here