আপডেট

নববর্ষে রেকর্ড ভাঙা সংক্রমণ,হোটেলের কক্ষে সেফ হোম তৈরির পরিকল্পনা রাজ্য়ের

রাজ্য়ে রেকর্ড ভাঙা সংক্রমণ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল), নববর্ষের দিন দৈনিক সংক্রমণের সংখ্য়া ৬,৭৬৯-এ পৌঁছে গেল। চলতি সপ্তাহের শুরুতেই ৪ হাজার পার করেছিল দৈনিক সংক্রমণের সংখ্যা। তারপর আরও একবার ভেঙে গিয়েছিল সেই রেকর্ড। তারপর এদিন আবার এক রেকর্ড ভাঙা করোনা সংক্রমণের সাক্ষী থাকল বাংলা। এর ফলে বাংলার মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৩০,১১৬ জন।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতর থেকে যে কোভিড বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেই বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে কলকাতার থেকে ৭ জনের নাম রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় কোভিড জনিত কারণে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬ ও ৫। বস্তুত এমন একটিও জেলা নেই যেখানে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে না। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা, উত্তর ২৪ পরগণার। দুই জেলায় এদিন নতুন সংক্রমণ নথিভুক্ত হয়েছে যথাক্রমে ১৬১৫ ও ১৩৫৪ জন।

সবথেকে যেটা উদ্বেগের বিষয়, তা হল চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা। এদিন রাজ্যের চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,৯৮১-তে। করোনার প্রথম তরঙ্গে সর্বোচ্চ চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা ছিল ৩৭ হাজারের বেশি। এই অবস্থায় হাসপাতালে কোভিড শয্যার অভাব দেখা দিতে শুরু করেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্যে মোট ৫৬ টি কোভিড হাসপাতাল আছে, আর কোভিড রোগীদের জন্য চিহ্নিত করা শয্যার সংখ্যা ৭,৪২৮। এরমধ্যে এই মুহূর্তে ফাঁকা আছে ৩৪ শতাংশ শয্যা। ৭,৪২৮টি কোভিড শয্যার মধ্যে আইসিউইউ বা এইচডিইউ শয্যার সংখ্যা, ১,৭৯৬। আর রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটর আছে ৫২৫টি।

এই অবস্থায়, হাসপাতালগুলিরউপর চাপ কমাতে রাজ্য ফের হোম কোয়ারেন্টাইন, সেফ হোম-এর মতো ব্যবস্থার পরামর্শ দিচ্ছে। অনেক হাসপাতালে কয়েকদিন আগেও কোভিড রোগী না থাকায়, কোভিড শয্যায় অন্য রোগী ভর্তি করা হয়েছিল। হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই রোগীরা সুস্থ হয়ে উঠলেই ওই শয্যাগুলি ফের কোভিড রোগীদের জন্য রাখতে হবে। বেশ কয়েকটি হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন হোটেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। হোটেলের কক্ষে সেফ হোম তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সেফ হোমগুলিতে মোট ১১,৫০৭টি শয্যা রয়েছে। এই মুহূর্তে ভর্তি আছে ৪৬টি শয্যা। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ৯,৮৩৯ জন কোভিড রোগী|

Recent Posts

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

2 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

3 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

3 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

4 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

4 hours ago

Israel–Hamas war: হামাসের সাহসে ইসরায়েলের আঁতে ঘা, ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ

  Israel–Hamas war: মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে…

5 hours ago