আপডেট

‘রাজ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে’, ফের রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মমতাকে কাঠগড়ায় তুললেন ধনখড়……

আবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল প্রকাশ্যে মমতা সরকারের প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের ‘বেহাল’ আইনশৃঙ্খলা প্রশ্নে ফের সরব হলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, ‘রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মানুষ এতটাই সন্ত্রস্ত যে কথা বলতেও ভয় পাচ্ছে। আমি রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের পর থেকে এই বিষয়ে সরব হয়েছি। গণতন্ত্র আর ভয় একসঙ্গে থাকতে পারে না। পাল্টা রাজ্যপালকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস সাংসদ  সৌগত রায়। রাজ্যপালের যদি আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ থাকে, তাহলে সেটা কেন্দ্রের নজরে আনুক। তাঁর মন্তব্য, ‘সংবিধান মোতাবেক রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ থাকলে কেন্দ্রকে জানাক। এভাবে বলাটা অসাংবিধানিক এবং দুর্ভাগ্যজনক।’ আগেও রাজ্যপালের মন্তব্য এবং টুইটে রাজভবন–নবান্ন সংঘাত দেখা গিয়েছিল। এখন দুয়ারে বিধানসভা নির্বাচন। তাই রাজ্যপালের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। এবারে আক্রমণের মাত্রা বাড়িয়ে রাজ্যপাল বলেন, ‘‌স্বাধীনতার অর্থ ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানেও ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভয়মুক্ত নই। কারণ ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে মানুষজন ভয়মুক্ত নন।’‌ এই মন্তব্য সরাসরি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কৌশল বলে মনে করা হচ্ছে। এছাড়া , সাম্প্রতিক একটি অনুষ্ঠানে সাংবাদিকদের গভর্নর বলেন, “আশ্চর্যের বিষয় যে রাজ্য সরকার নিযুক্ত এক ডজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক পদে রয়েছেন। তাদের কর্মসংস্থান এমন যে আপনি যদি রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টার পদটির সঙ্গে তুলনা করেন, ডিজিপি পোস্টটি এটির চেয়ে আরও ছোট দেখায়। এই জাতীয় ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে ভাল নয়। তাঁদের অবশ্যই নিজেদের বিবেক নিয়ে কাজ করতে হবে এবং সঠিক বিষয়ে কাজ করা উচিত।” তিনি এও জানান যে সে সকল রাজ্য সরকারী কর্মচারীরা যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন এবং সরকারী সুযোগ-সুবিধার অপব্যবহার করবেন তাঁরা ‘ভুল কাজ করবেন’। রাজ্যপাল বলেন, “কেউ যদি মনে করেন আইন নিজের হাতে তুলে নেবেন সে ব্যাপারে আমি তাঁদের সতর্ক করছি। এটা কোনও মূল্যেই সহ্য করা হবে না। যারা করবে এই কাজ তাঁদের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়বে। আসলে পুলিশদের উপর থেকে চাপ দেওয়া হচ্ছে। আমিও সেদিকে নজর রাখছি।”

 

Recent Posts

Swami Pradiptananda: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ

লোকসভা ভোটের প্রচারে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

17 mins ago

মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ, প্রস্তাব যাবে নবান্নে

মা উড়ালপুল দিয়ে বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে থাকে। এটা শহরের ব্যস্ততম উড়ালপুল। এই উড়ালপুল…

3 hours ago

নষ্ট হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম বর্জ্য থেকে শহরবাসীকে মুক্তি, উদ্যোগ নিল কলকাতা পুরসভা

প্রযুক্তি ব্যবহারের জেরে শহরে বেড়েছে ইলেকট্রনিক আবর্জনা। এটাকেই অনেকে ই–বর্জ্য বলে থাকেন। শহরের প্রায় প্রত্যেকটি…

4 hours ago

Digha train: মোটরভ্যানের সঙ্গে দিঘাগামী লোকালের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও…

5 hours ago

নাগাড়ে বৃষ্টিতে তিস্তার জল বেড়ে তৈরি হয়েছে আতঙ্ক, রংপো থেকে উদ্ধার তিন পর্যটক

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা…

5 hours ago

Sundarbans: মাথায় ‘কুডুলের কোপ’, সুন্দরবনে চোরা শিকারিদের হাতে খুন বনকর্মী

চোরা শিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী।  রাতে টহল দেওয়ার সময় হামলা চালায় এক দল…

5 hours ago