TMC Manifesto: বাংলাই উন্নয়নের রোল মডেল! থাকছে দিদির গ্যারান্টি, আর কী থাকছে তৃণমূলের ইস্তেহারে?


গোটা দেশ জুড়ে বিজেপির প্রচারে বার বার উঠে আসছে মোদীর গ্যারান্টির কথা। প্রধানমন্ত্রী নিজেও নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বলছেন মোদী কি গ্যারান্টির কথা। তবে এবার পালটা একাধিক ক্ষেত্রে দিদির গ্য়ারান্টির কথা উল্লেখ করছে তৃণমূল। উন্নয়নের উপর জোর দিচ্ছে তৃণমূল। সেক্ষেত্রে এবার তৃণমূলের ইস্তেহারেও থাকছে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি। মূলত রাজ্যস্তরে যে উন্নয়ন প্রকল্পের উপর ভরসা করে প্রতিবার বঙ্গের সিংহাসনে বসছে তৃণমূল সেটাই গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে ঘাসফুলের ইস্তেহারে। 

ইস্তেহার নিয়ে ইতিমধ্য়েই চারটি বৈঠক হয়েছে। একটি কমিটিও তৈরি করা হয়েছে এনিয়ে। সেই কমিটিতে ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন। তবে শেষ পর্যন্ত ইস্তেহারে কী থাকবে, কোনটা থাকবে না সেটা উল্লেখ করা থাকবে ইস্তেহারে। তবে সূত্রের খবর, ইস্তেহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁরা যে সমস্ত বিষয়ে মতামত দেবেন সেই অনুসারেই ইস্তেহার তৈরি করা হবে। 

অর্থনীতি, জাতীয় নীতি, কৃষিক্ষেত্র, শ্রমিকদের নানা পাওনাগন্ডাকে নিশ্চিত করা, সিএএ সংক্রান্ত বিষয়, নারী সুরক্ষা নিশ্চিত করা, মতুয়াদের উন্নতিতে প্রকল্প, উত্তরবঙ্গের উন্নয়ন, পাহাড়ের উন্নয়নের কথা থাকতে পারে ইস্তেহারে। 

সেই সঙ্গেই এবার ভোটবাজারে তৃণমূল যে বিষয়টি বার বার তুলেছে সেটা হল কেন্দ্রীয় বঞ্চনা। এমনকী তৃণমূলের নেতা নেত্রীরাও এনিয়ে একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই বাংলার গরিব মানুষকে তাদের পাওনা টাকা মেটানো যাচ্ছে না এই বিষয়টাকেই সামনে আনতে চাইছে তৃণমূল। 

সেই সঙ্গেই কৃষকদের উন্নতিতে তৃণমূল কী করেছে আর কী করতে চাইছে সেটাও উল্লেখ করা হতে পারে ইস্তেহারে। ছাত্রছাত্রীদের পাশে সরকার কীভাবে থাকছে সেটাও উল্লেখ করা হবে। সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো বিষয়গুলিও থাকবে এই ইস্তেহারে। 

নারীদের জন্য বাংলার সরকার যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে তা ভোটবাজারে বার বার তুলে ধরছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার, কন্য়াশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের ক্ষেত্রে বড় সাফল্য  পেয়েছে বাংলা। আর সেই প্রকল্পের উপর ভর করেই রাজ্যের মহিলা ভোটারদের একটা বড় অংশকে নিজেদের দিকে আনতে সমর্থ হয়েছে তৃণমূল। সেই সঙ্গেই তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্যও সরকার একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। তার সুফলও পাচ্ছেন তারা। সেই সব উন্নয়নের কথা তুলে ধরা হতে পারে ইস্তেহারে। 

 



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে

ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে…

44 mins ago

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি…

2 hours ago

Suvendu Adhikari: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছাত্রধর মাহাতো তাঁকে জঙ্গলমহল চিনিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই দাবির বিরোধিতা…

3 hours ago

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও…

3 hours ago

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

6 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

15 hours ago