Categories: বিদেশ

US Election 2024: যুক্তরাষ্ট্রে ওলটপালট, নড়বড়ে বাইডেনের গদি! খেলা ঘুরিয়ে দেবে ট্রাম্প


US Election 2024: যুক্তরাষ্ট্রে আর কয়েক মাস পরেই নির্বাচন। মসনদে জো বাইডেন টিকে থাকবেন নাকি আবার স্বমহিমায় ফিরে আসবেন ট্রাম্প? প্রশ্নটা একটু বিতর্কিত। কারণ সমীক্ষা কিন্তু ভালো কথা বলছে না। কিছু সমীক্ষার পাল্লা ভারী ট্রাম্পের দিকে, কিছু সমীক্ষার পাল্লা বাইডেনের দিকে। বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখনো তার সমর্থকদের মধ্যে অটুট রয়েছে। রিপাবলিকান ভোটারদের মধ্যে যেভাবে তার জনপ্রিয়তা বাড়ছে তাতে মনে হচ্ছে তিনি আবারও প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে পারেন। আগামী বছরের মার্কিন নির্বাচনের আগে এক সমীক্ষায় ৬১ শতাংশ ভোটার ট্রাম্পকে তাদের পছন্দের বলে মনে করেন।

রয়টার্স/ইপসোস জনমত জরিপ অনুসারে, ট্রাম্প ২০২৪ সালে রিপাবলিকান রাষ্ট্রপতি মনোনয়নের দৌড়ে তার শক্তিশালী অবস্থান বজায় রেখেছেন। বিবেক রামাস্বামী এবং নিকি হ্যালির মতো ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের প্রার্থীতাও ট্রাম্পের চেয়ে অনেক দুর্বল বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বীও তার থেকে অনেক পিছিয়ে। রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে পরিচালিত একটি সমীক্ষায়, ৬১ শতাংশ ভোটার বলেছেন যে তারা জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেবেন। প্রাক্তন রাষ্ট্রপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং প্রাক্তন দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালি, মাত্র ১১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি বিবেক রামাস্বামী এই দৌড়ে অনেক পিছিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন মাত্র ৫ শতাংশ ভোট।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে অনেক ধরনের ফৌজদারি মামলা বিচারাধীন। কিন্তু অভিবাসন নীতি এবং বিতর্কিত বক্তব্য সত্ত্বেও, প্রজাতন্ত্রের ভোটারদের মধ্যে অটুট রয়েছে তার জনপ্রিয়তা। রিপাবলিকান ভোটারদের এক চতুর্থাংশেরও কম বলেছেন যে তারা বিশ্বাস করেন ট্রাম্প নির্বাচনী জালিয়াতি করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে ইউএস ক্যাপিটলে আক্রমণ করার জন্য তার সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো অপরাধ প্রমাণিত হয়নি।

তাই বলাই যায়, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা খুবই আকর্ষণীয় হতে চলেছে। প্রাক-নির্বাচন জরিপও তেমনই ইঙ্গিত দিচ্ছে। সিএনএন-এর জরিপে জানা গেছে, মিশিগান ও জর্জিয়া-তে গুরুত্বপূর্ণ রাজ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় রাজ্যের বিশাল সংখ্যাগরিষ্ঠ বর্তমান রাষ্ট্রপতির কর্ম ও নীতি সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।

নতুন জরিপ অনুসারে, রাষ্ট্রপতি পদের জন্য এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে, জর্জিয়ার নিবন্ধিত ভোটারদের ৪৪ শতাংশ বাইডেনকে পছন্দ করবেন এবং ৪৯ শতাংশ ট্রাম্পকে পছন্দ করবেন। বাইডেন কিন্তু ২০২০ সালে খুব অল্প ব্যবধানে জর্জিয়ার নেতৃত্ব নিতে সক্ষম হয়েছিলেন। মিশিগানের কথা বললে, বাইডেন এবং ট্রাম্পের মধ্যে পার্থক্য এখানে অনেক বেশি। যদিও মিশিগানে বাইডেন ব্যাপক ব্যবধানে জিতেছিলেন। তবে এবার বিষয়টি ভিন্ন হতে পারে। জরিপ অনুযায়ী, বাইডেন ৪০% সমর্থন পেলেও ট্রাম্প ৫০% সমর্থন পেয়েছেন। ১০% বলেছেন যে তারা কোনও প্রার্থীকে সমর্থন করবেন না। ২০২০ সালে যারা ভোট দেয়নি তারা ট্রাম্পকে বেছে নিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

খবর ২৪ ঘন্টা

Recent Posts

পঞ্চম দফার ভোট শুরু আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের…

3 hours ago

NIA in Purba Medinipur: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA

ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এর আগের দিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে…

12 hours ago

Srijan Bhattachariya: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের

ভোটের আগে যাদবপুর কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের…

12 hours ago

Sayantika Banerjee: জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে চারটি দফার ভোট শেষ হয়েছে। এখনও তিনটি দফার ভোট বাকি…

12 hours ago

DM bunglow seizure order: জমি অধিগ্রহণের পরেও মালিককে দাম মেটানো হয়নি, DM-র বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ

আদালতের নির্দেশ ছিল জমি অধিগ্রহণের জন্য দাম মেটাতে হবে। কিন্তু, সেই নির্দেশ বারবার অমান্য করেছে…

13 hours ago

China-Russia relations: চীন-রাশিয়ার জোটে নাজেহাল যুক্তরাষ্ট্র, বিশ্বে মোড়লগিরির দিন শেষ

  China-Russia relations: যুক্তরাষ্ট্র যখন ইরানের চক্ষুশূল, মধ্যপ্রাচ্যে নিজের জায়গা সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন…

14 hours ago