Home আপডেট Viswa Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবিভিপি’‌র বৈঠক, তুমুল বিতর্কে তোলপাড়

Viswa Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবিভিপি’‌র বৈঠক, তুমুল বিতর্কে তোলপাড়

Viswa Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবিভিপি’‌র বৈঠক, তুমুল বিতর্কে তোলপাড়

এতদিন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকা নিয়ে গেরুয়া সংশ্রমের প্রশ্ন উঠত। এবার যে ঘটনা ঘটল তাতে বিতর্ক চরমে উঠল। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি’‌র সাধারণ সম্পাদকের বৈঠক বিতর্ক তৈরি করেছে। শিক্ষাঙ্গনে এভাবে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে সরব হন একাধিক ছাত্র সংগঠনের নেতারা। কেন এমন কাজ করা হল?‌ কবিগুরুর মাটিতে তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ আগামী ২৮ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বভারতীর সমাবর্তনে আসছেন। ইতিমধ্যেই সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে বিশ্বভারতীর পাঠভবন এলাকায় এবিভিপি’‌র জেনারেল সেক্রেটারি ইয়াগেলকা শুক্লাকে ছাত্রদের সঙ্গে বৈঠক করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। আর তার জেরে এবার বিতর্কে ঐতিহ্যবাহী বিশ্বভারতী। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অন্যান্য ছাত্র সংগঠন। এমনকী রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গৈরিকীকরণের দিকে ঝুঁকেছে বলে আগেই অভিযোগ উঠেছিল। কারণ এখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগে বিজেপি নেতারা ঢুকে পড়েছিলেন। বহুদিন ধরেই এখানে রাজনৈতিকভাবে কোনও ভোটাভুটি হচ্ছে না। অথচ আছে সমস্ত ছাত্র সংগঠনই। যদিও এখন বিশ্বভারতীর ভিতরে সমস্তরকম রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রয়েছে। মিটিং–মিছিল একেবারেই বন্ধ। সেখানে পাঠভবন এলাকায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি’‌র বৈঠকে শুরু হয়েছে জোর বিতর্ক।

ঠিক কী বক্তব্য ছাত্র সংগঠনের?‌ কয়েকদিন আগে এখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন। তারপরই দেখা গিয়েছিল নিজের নিরাপত্তা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়া আগেও বিজেপির নানান কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বভারতীর আশ্রম চত্বরে বিজেপির ছাত্র সংগঠন বৈঠক করল, যা ভাবতে পারছেন না অনেকে। এই গটনা নিয়ে একাধিক ছাত্র সংগঠনের বক্তব্য, ‘‌বিশ্বভারতীর সমস্ত বিষয়ে নিরাপত্তারক্ষীদের কড়া ভূমিকা দেখা যায়, শুধুমাত্র বিজেপির ছাত্র সংগঠনের আলোচনা চক্রের সময় দেখা যায় না। এই ঘটনা নিয়ে এবার চুপ কেন কর্তৃপক্ষ?’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here