Home খেলাধুলো বেঙ্গালুরুর রিহ্যাবে গেলেন ভারতীয় পেস বোলার ভুবনেশ্বর কুমার

বেঙ্গালুরুর রিহ্যাবে গেলেন ভারতীয় পেস বোলার ভুবনেশ্বর কুমার

বেঙ্গালুরুর রিহ্যাবে গেলেন ভারতীয় পেস বোলার ভুবনেশ্বর কুমার

ভারতীয় পেস বোলিং আক্রমণের স্তম্ভ ভুবনেশ্বর কুমার যাকে সমর্থকরা আদর করে ডাকেন ‘ভুবি’ তার নাকেল বলে নাকানিচুবানি খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা। তিনি আইপিএলে হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে খেলা ভারতের অন্যতম সেরা সুইং বোলার ভুবনেশ্বর কুমার‌। চোটের জন্য বেশ কিছুদিন হল ভারতীয় দলের বাইরে তিনি।

লন্ডনে অস্ত্রোপচার সেরে বেঙ্গালুরুতে ফিরে আসছেন ভারতের পেস বোলিং এর ভরসা ভুবনেশ্বর কুমার। ভারতীয় বোর্ডের তরফ থেকে সচিব জয় সহ জানান ৯জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ১১জানুয়ারি তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। স্পোর্টস হার্নিয়া হল কুঁচকি সংলগ্ন লিগামেন্ট বা কার্টিলেজের সমস্যা। ডাক্তারি ভাষায় পিউবালজিয়া বলা হয়। ফিজিওথেরাপিস্ট সহ দেশে ফিরেই শুরু হবে ভুবির রিহ্যাব। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারছেন না ভুবি। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, চারটি সিরিজে খেলা হল না ভুবির।