Home খেলাধুলো Washington Sundar Record: ভারতের ব্যর্থতার দিনেও নতুন ইতিহাস গড়লেন ওয়াশিংটন সুন্দর

Washington Sundar Record: ভারতের ব্যর্থতার দিনেও নতুন ইতিহাস গড়লেন ওয়াশিংটন সুন্দর

Washington Sundar Record: ভারতের ব্যর্থতার দিনেও নতুন ইতিহাস গড়লেন ওয়াশিংটন সুন্দর

রাঁচি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ রানের ব্যবধানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (India vs New Zealand 1st T20I) পরাজিত হয়েছে ভারতীয় দল। রাঁচিতে শুক্রবার ব্যাট হাতে ভারতের সিংহভাগ তারকা ব্যর্থ হলেও, শেষের দিকে ২৮ বলে ৫০ রানের এক লড়াকু ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে তিনি এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।

ওয়াশিংটনের রেকর্ড

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়াশিংটন মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। টি-টোয়েন্টিতে ছয় নম্বরে নেমে এটাই ভারতীয়দের মধ্যে বলের নিরিখে দ্রুততম অর্ধশতরান। সুন্দর দীনেশ কার্তিকের রেকর্ড ভেঙে দিলেন। গত বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অর্ধশতরান করেছিলেন কার্তিক। সুন্দর কার্তিকের রেকর্ড ভেঙে দিলেন। সুন্দর শুধু ব্যাট হাতে নন, শুক্রবার রাতে বল হাতেও দুরন্ত পারফর্ম করেন। নির্ধারিত চার ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। পাশাপাশি একটি অসমান্য ক্যাচও ধরেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ভারত ম্যাচটি জিততে পারেনি। বল ও ব্যাট হাতে ভারতের হয়ে কার্যত একাই লড়েছেন ওয়াশিংটন সুন্দর । ম্যাচ শেষে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। পাশাপাশি পরাজয়ের পর রাঁচির পিচ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হার্দিক।

হার্দিকের প্রশংসা

ম্যাচের পর ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক বলেন, ‘যেভাবে ওয়াশিংটন বল, ব্যাট ও ফিল্ডিং, তাতে মনে হচ্ছিল ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ হচ্ছে না, ওয়াশিংটন একাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। ও আর অক্ষর যদি এভাবেই পারফর্ম করতে থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।’ এই পরাজয়ের জন্য পিচকে দুষে তিনি বলেন, ‘কেউ বুঝতে পারেনি যে এই পিচটা এমন হবে। দুই দলের কেউই বুঝতে পারেনি যে পিচ এমন খেলবে। তবে নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলেছে। নতুন বল তো পুরনো বলের থেকেও বেশি ঘুরছিল। যেভাবে বল ঘুরছিল তা আমাদের সকলকেই অবাক করে দেয়।’

তবে শুরুতেই ভারতের ওপেনাররা সাজঘরে ফেরার পর একসময় সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য ৬৮ রান যোগ করেছিলেন। তবে পর পর দুই ওভারে সূর্য ৪৭ ও হার্দিক ২১ রানে সাজঘরে ফেরেন। এরপরে ওয়াশিংটন একা ব্যাট হাতে লড়াই করলেও, তাঁকে কেউই সঙ্গ দেননি। পরপর উইকেট হারালেও সূর্যকুমারের সঙ্গে ব্যাট করার সময় জয়ের বিষয়ে তিনি আত্মবিশাসী ছিলেন বলেই জানান হার্দিক। তবে শেষমেশ ভারতীয় অধিনায়ক স্বীকার করে নিচ্ছেন যে দলের বোলারারর একটু বেশিই রান খরচ করে ফেলেন।  ‘আমি আর সূর্যকুমার যখন ব্যাট করছিলাম, তখন জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে শেষমেশ বলতেই হচ্ছে আমরা ২৫ রান মতো বেশি দিয়ে ফিলেছি।’ মত হার্দিকের।

আরও পড়ুন: জাতীয় দলে ঠাঁই নেই তো কী, ক্রিকেট ছাড়ার আগেই ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here