Home ঘুরে আসি চোখে মেঘের পরশ, অনুভবে কাঞ্চনজঙ্ঘা ~ পাহাড়ি প্রেম ‘ঝান্ডি”

চোখে মেঘের পরশ, অনুভবে কাঞ্চনজঙ্ঘা ~ পাহাড়ি প্রেম ‘ঝান্ডি”

চোখে মেঘের পরশ, অনুভবে কাঞ্চনজঙ্ঘা ~ পাহাড়ি প্রেম ‘ঝান্ডি”

“মেঘ ,,, তোমাকে ছুঁয়ে দিলাম “,,,,,,,,


ডুয়ার্স কে ভালবেসে যাঁরা বারবার পাহাড় কে ছুঁতে চেয়েছেন , বা হারিয়ে যেতে চেয়েছেন ঘন জঙ্গলে কুয়াশার আড়ালে, তাদের জন্য একটি নতুন ঠিকানা “ঝান্ডি” । জলপাইগুড়ির গরুবাথান জঙ্গল ছুঁয়ে 13 কিমি উপরে উঠলেই এক অনবদ্য মেঘের রাজ্য, কালিম্পং এর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম , সকালে দেখা যায় বরফাবৃত কান্চনজঙ্ঘা , আর বেলা বাড়লেই মেঘের সাথে লুকোচুরির পালা । Room এর জানলা খুললেই মেঘ এসে মনকে উদাস করে জানাবে তার উপস্থিতি

সন্ধ্যায় camp fire এ বসে দূরের পাহাড়ের আলোগুলির দিকে তাকালে , পাশের প্রিয় মানুষটির সাথে পৌঁছে যাবেন অপ্রাপ্তির থেকে প্রাপ্তির মদীরতায় ,,,, সাথী থাকবে Bamboo Chicken. ….অনবদ্য স্বাদে জ্যোৎস্নারাত কে করে তুলবে আরও মোহময়ী ।

সকালে Blanket এর তলা থেকে উঠেই যখন ধোঁয়া ওঠা গরম চা আর সুস্বাদু প্রাতঃরাশ আপনার সঙ্গী হবে ,মনে হবে এ পরিবেশ যেন বহু প্রত্যাশিত, যাকে ছোঁয়ার চেষ্টায় কেটে গেছে অনেক টা সময়!

দু রাত -তিন দিনের প্যাকেজ মেঘের রাজ্যে ঘোরাঘুরি করার জন্য যথেষ্ট । মেঘ ছুঁয়ে দেখার Budget ও সবার সাধ্যের মধ্যে ।(1800/ night including breakfast, ,, 2200/ night including food pkg all day )…..

সামনেই পূজার মরশুম । ঘুরে আসুন মেঘের রাজ্যে ,,,, নীচে নামতে নামতে ঘুরে আসতে পারবেন Neora valley National park….kolagham……lava……samsi…….ফেরার সময় যখন পাহাড়ের দিকে তাকাবেন ,,,, মনে হবে অনন্ত প্রশান্তির মাঝে অনাবিল ভাললাগার হাতছানি, ,,, কোলাহল মুখর ক্লান্ত জনজীবনের অবসরে এবার পূজোয় আপনাদের Best Destination হোক JHANDI ECO HUT ………

 

Address…..

JHANDI ECO HUT
Upper Lungsel
Gorubathan
Kalimpong
Pin…734319
West Bengal…