পূর্ণিমা চাঁদ – সুচেতনা সেন

পূর্ণিমা চাঁদ



এখন পূর্নিমা চাঁদ
আহত হয়েছি নিজে
রাতের চাদরে ঢাকা আছে সমুদ্রের ঘুম ;
বালুচরে শুধু তোর নাম লিখে ঘুরে বেরিয়েছি দিশাহীন -
আমি ত জানি তোর ওই দুচোখে সবচেয়ে বেশি শান্তি ; সবচেয়ে বেশি ঘুম ; পৃথিবীর
সবচেয়ে বেশি আশ্বাস -
এই সন্ধ্যায় তোর মুখ মনে পড়ে ;
যখন দু একটা পাতার পিছনে চাঁদ তার মোহিনী রূপে বিষাদ ছড়ায় ;
আমার দুচোখ শুধু অঝোরে ঝরে -

তবু ত বলেছি তোকে ; বিশ্বাস করি না -
দুপুরের রোদে মেহগনি  বাবলার শ্বাসে তখন তপ্ত হাওয়া ; দোয়েল শ্যামা তাদের গান
থামিয়েছে ;
যত বালিহাঁস উড়ে গেছে নদী ছেড়ে ;
আমি শুধু সময়কে ধরে ছিলাম আঁকড়ে -
সে যেন ছেড়ে না যায় -বলতে
পারিনি  ক্ষমা কোরো মোরে ; শুধু
একটা অদৃশ্য আলো অন্ধকারে দুচোখ ঢাকা
সব দেখেও কিছু দেখতে পাই না -
ধুলো জমা আয়নায় চোখের জলে মুছে
দুহাতে পাগলের মতো খুঁজি নিজেকে -নিজের মুখ;
পাই না ;
আমি তোকে বিশ্বাস না করলে -
এই পৃথিবীর আকাশে চাঁদ তারা সূর্য থাকে না
হাওয়া থমকে থেমে যায়- চলে না
পাখি আর গান গায় না ; নদী মনমরা ক্ষীণ রোগা ;
সমুদ্রকে ছোঁয়া যায় না ;সে তার ঢেউ গুটিয়ে নেয়
রাতের চাদরে -হৃদয় বোবা কালা হয়ে যায় ;
তবু কেন বলি ; বলতে ত চাই না কখনো -

সব শেষ ; পোড়া এ শরীরে
শুধু ক্ষত জেগে রয় অনিবার ।
  
            সুচেতনা সেনঃ ২৭/০৪/২০১৭

Share
Published by

Recent Posts

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন

ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ সোমবার ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মোট ৯৬টি আসনে…

1 hour ago

হেমন্ত সোরেন কি ইডি মামলায় স্বস্তি পাবেন? আজই রায় সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: সোমবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত…

4 hours ago

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলি হল…

9 hours ago

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা

ডেস্ক: অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চার ধাম যাত্রা। শুরু থেকেই উপচে পড়ছে তীর্থযাত্রীদের ভিড়।…

10 hours ago

দশটি গ্যারান্টি ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল, রয়েছে নিখরচায় বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা

ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা…

11 hours ago

Illegal construction: বেআইনি নির্মাণ নিয়ে দায় ঠেলাঠেলি পূর্ত দফতর-পুরসভার, ভাঙার নির্দেশ হাইকোর্টের

জবরদখল হয়ে গিয়েছিল জমি। তার উপরে গড়ে উঠেছিল বেআইনি নির্মাণ। এমনকী জলাভূমি ভরাট করেও বেআইনি…

14 hours ago