Home ব্লগবাজি হারিয়ে গেছেঃ অভিজিত চ্যাটার্জ্জী

হারিয়ে গেছেঃ অভিজিত চ্যাটার্জ্জী

0
হারিয়ে গেছেঃ     অভিজিত চ্যাটার্জ্জী

হারিয়ে গেছে…

 

হারিয়ে গেছে মিষ্টি হাসি,
গোপন ভালোবাসা,,,,
হারিয়ে গেছে গুরুজনদের,,,,
প্রণাম করার নেশা,,,।
হারিয়ে গেছে শুদ্ধবায়ু,
আমকাঠালের গন্ধ,,,,
পাখিদের ওই পাখপাখা লির,,,,,
আপন খেলার দ্বন্দ,,।
শিশু ঠোটে কোখায় গেল,,,
দুষ্টু মিষ্টি হাসি,,,,,
হারিয়ে গেছে রঙ ছড়ান
মুক্ত রাশি রাশি,,,,।
হারিয়ে গেছে শিশুরমেলা,,,,
সবুজ ভরা মাঠে,,,
হরেক রকম খেলার মাঝে,,,,,,,
সারা বিকাল কাটে,,,।
হারিয়ে গেছে ফাগের রঙে,,,,,
রবির গানে গানে,,,,,
বসন্তের সেই রঙের খেলা,,,,,
মাতাল সমীরনে,,,,,,।
হারিয়ে গেছে অনেক কিছু,,,
সকাল থেকে রাত,,,
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত,,,,।
হারিয়ে গেছে প্রথম প্রেমে,,
টুকরো হওয়া মন,,,
চলতে চলতে হারিয়ে গেছে,,,,,
বন্ধু কতজন,,,,,,,।
হারায়নি আজও বাংলার ঘরে,,
কান্নার পর হর্ষ,,
পুরাতন ভূলে আবাহন করি ,,
বাংলার নববর্ষ,,,,,।

অভিজিত চ্যাটার্জ্জী ১৩ই এপ্রিল ২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here