Home আপডেট অনুব্রত মণ্ডলের ধাঁচেই লোকসভা নির্বাচনের প্রচার হবে, বীরভূম জেলা কমিটিতে সিদ্ধান্ত

অনুব্রত মণ্ডলের ধাঁচেই লোকসভা নির্বাচনের প্রচার হবে, বীরভূম জেলা কমিটিতে সিদ্ধান্ত

অনুব্রত মণ্ডলের ধাঁচেই লোকসভা নির্বাচনের প্রচার হবে, বীরভূম জেলা কমিটিতে সিদ্ধান্ত

[ad_1]

কে বলে গো সেই প্রভাতে নেই আমি—কবিগুরুর লেখা লাইন এবার বীরভূমে সত্য হল। কারণ অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি থাকলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাঁর কায়দাতেই হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ, শনিবার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হয় সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে। আজ বীরভূম জেলা কমিটির ডাকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ–সহ জেলার কোর কমিটির অন্যান্যরা।

এদিকে অনুব্রত মণ্ডলের পথে হেঁটেই প্রচার এবং রণকৌশল নেওয়ায় প্রমাণ হয়ে গেল জেলে থেকেও কেষ্ট আজও জেলাতেই আছেন। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক রদবদলে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে পুরোপুরি সরানো হয়নি। তাঁর নাম না থাকলেও একটা দাগ রয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি থাকার সময় প্রত্যেক নির্বাচনের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করতেন। ভোটের সময় জেলার নেতা–কর্মীদের কী করণীয় তা বাতলে দিতেন কেষ্ট। সেই কায়দায় এবার জেলা কোর কমিটির উদ্যোগে সিউড়িতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হল।

অন্যদিকে এই সম্মেলন থেকে লোকসভা নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে সবাইকে। এই বিষয়ে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‌এখন থেকে আপনারা তৈরি হন। বুথে সংগঠন শক্তিশালী করে যান। মানুষের সঙ্গে মিশতে হবে। লোকসভা নির্বাচন আর খুব বেশি দেরি নেই। আমাদের হাতে সময়ও খুব কম। তাই এখন থেকে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।‘‌ এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য, ‘‌এখানে দলের কর্মীদের মধ্যে বিরোধীদের অনেকে লুকিয়ে থাকতে পারেন। তাঁরা শুনে নিন, আমরা যে লড়াই শুরু করেছি সেটা চলবে। আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল থাকলে সেটা মিটিয়ে ফেলতে হবে।’‌

আরও পড়ুন:‌ ‘‌ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং জড়িত’‌, সাংসদের বিরুদ্ধে মন্তব্য তৃণমূল বিধায়কের

এছাড়া এখন থেকে প্রত্যেকটি বুথে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘‌আপনাদের কাজে খামতি আছে। আপনারা বুথে বুথে ঘুরছেন না। সাংসদ কী কাজ করেছেন আপনারা মানুষের কাছে তুলে ধরতে পারছেন না। আমাদের এখানে কোনও গোষ্ঠী নেই। যাঁরা দলের মধ্যে উপদল তৈরির চেষ্টা করছেন, তাঁদের সাবধান করছি। এবার বোঝাতে হবে যে, পঞ্চায়েত নির্বাচন সঠিক হয়েছে না বেঠিক। মানুষ ভোট দিয়ে আমাদের জিতিয়েছে নাকি আমরা এমনি জিতেছি। সেটাই এবার বোঝা যাবে। দুটো আসনে দলকে জেতাতে হবে।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here