Home খেলাধুলো অবসর ভেঙে ফিরলেন, সেই দিনই জানিয়ে দিলেন আর কত দিন খেলবেন ক্রিকেট, এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি exclusive reaction on Manoj Tiwary after coming back from retirement sup

অবসর ভেঙে ফিরলেন, সেই দিনই জানিয়ে দিলেন আর কত দিন খেলবেন ক্রিকেট, এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি exclusive reaction on Manoj Tiwary after coming back from retirement sup

অবসর ভেঙে ফিরলেন, সেই দিনই জানিয়ে দিলেন আর কত দিন খেলবেন ক্রিকেট, এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি exclusive reaction on Manoj Tiwary after coming back from retirement sup

[ad_1]

কলকাতা: গত বৃহস্পতিবার আচমকা ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। যেই সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু মঙ্গলবার হঠাৎই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানান মনোজ তিওয়ারি। কেন হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন? কেনই বা হঠাৎ ফিরে আসার সিদ্ধান্ত নিলেন বাংলাকে গত মরশুমেও রঞ্জি ফাইনালে তোলা অধিনায়ক তা নিয়ে ধন্দে ছিল। অবশেষে সব বিষয় নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি।

অবসর নেওয়ার পরেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মনোজ। ফোন বন্ধ ছিল। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে অবসর সিদ্ধান্ত পরিবর্তন করার পরেই প্রথম News18 বাংলায় প্রতিক্রিয়া দেন মনোজ তিওয়ারি। একইসঙ্গে জানিয়েও দিলেন আর কতদিন ক্রিকেট খেলবেন তিনি। মনোজ তিওয়ারি বলেন,”আবেগে পোস্ট করে রিটারমেন্ট ঘোষণা করেছিলাম। পরে বউ এবং সিএবি সভাপতি অনেক বুঝিয়েছিলেন। বাংলা স্বার্থ তাই সিদ্ধান্ত বদল করে এক বছর খেলব বলে ঠিক করলাম”।

আরও পড়ুনঃ ODI World Cup 2023: এত কাছ থেকে বিশ্বকাপ দেখে আবেগতাড়িত রোহিত, স্মৃতি রোমন্থনের পাশাপাশি জানিয়ে দিলেন আগামির লক্ষ্য

প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সিতে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। করেছেন ২৮৭ রান করেছেন। দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৫ রান। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ হাজারের উপর রান। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। অবসর ভেঙে মনোজের ফের ক্রিকেটে ফেরার খবরে খুশি বাংলার ক্রিকেট মহল।

Tags: Exclusive, Manoj Tiwary, Retirement

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here