Home ব্লগবাজি অবাক করা সত্য, অবাক করা তথ্য ~ সোমাদ্রি সাহা

অবাক করা সত্য, অবাক করা তথ্য ~ সোমাদ্রি সাহা

অবাক করা সত্য, অবাক করা তথ্য   ~ সোমাদ্রি সাহা

অবাক সত্য

  • অবাক করা কিছু সত্য ঘটনা আমাদের প্রকৃতিতে ঘটছে রোজ:
    হাতির সন্তান একটু বেশিই খায়। কিন্তু তাই বলে ৮০ লিটার! হাতির বাচ্চা
    দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।
  • অবাক হলেও সত্যিই, জল ছাড়া একটি ইঁদুর একটি উটের থেকেও বেশি দিন বাঁচতে পারে!
  • বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও
    একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ছয় গুণ ভালো দেখতে পারে। টাপেটাম
    লুসিডামের জন্য এটি পারে বিড়াল। এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে
    রাখতে পারে!
  • বিড়ালের কান দেখতে বেশ সুন্দর। কিন্তু জানেন কি, একটি বিড়ালের প্রতিটি
    কানে ৩২টি করে পেশি থাকে!
  • আমাদের বাড়িতে সারাদিন পিঁপড়ে দেখি। কিন্তু আমরা এটি কি জানি যে পিঁপড়ে
    কখনো ঘুমায় না!
  • পিঁপড়ে জলের নিচে দু’দিনও বেঁচে থাকতে পারে।
  • আমরা সবাই জানি, মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি! প্রায় কুড়ি
    হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে
    পারে। বাকিরা পারে না।
  • যখন আমরা কোনো কিছু স্পর্শ করি, তখন ঘণ্টায় ১২৪ মাইল বেগে তথ্যটা মস্তিষ্কে পৌঁছায়।
  • ঠক্…ঠক্… করে কাঠে ঠোকর দেওয়া কাঠঠোকরা আমরা প্রায় সবাই দেখেছি।
    কিন্তু কখনও কি ভেবেছি কত দ্রুত ঠোকর দেয় এই কাঠঠোকরা? একটি কাঠঠোকরা
    সেকেন্ডে প্রায় ২০বার পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here