Home খেলাধুলো অভিজ্ঞ মনোবিদ নিয়েই ভারতে আসছে বাবররা

অভিজ্ঞ মনোবিদ নিয়েই ভারতে আসছে বাবররা

অভিজ্ঞ মনোবিদ নিয়েই ভারতে আসছে বাবররা

[ad_1]

লাহোর: শেষবার যখন ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল তখন সেই দলে ছিলেন না বাবর আজম। ছিলেন না রিজওয়ান অথবা শাহীন আফ্রিদিরা। কিন্তু তখন পাকিস্তান দলের সঙ্গে ভারতে এসেছিলেন ডক্টর মকবুল বাবরি। এই বিখ্যাত স্পোর্টস সাইকোলজিস্ট ( ক্রীড়া মনোবিদ ) পাকিস্তানে পরিচিত নাম। ইংল্যান্ডে কাজ করেছেন। পাকিস্তান বোর্ডের বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফ মনে করেন ভারতের মাটিতে সবসময় পাকিস্তানের ওপর একটা অচেনা চাপ থাকে।

সেটা সামলানো সহজ নয় অনভিজ্ঞ ক্রিকেটারদের পক্ষে। একে প্রতিদ্বন্দ্বী দেশের মাটিতে বিশ্বকাপ, পাকিস্তান বিরোধী স্লোগান ভারতের মাঠে উঠবেই এমনটা ধরে নেওয়া যায়। তাই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মনে করেন এই চাপ সামলাতে যাতে তাদের ক্রিকেটারদের অসুবিধে না হয় সেই কারণেই মকবুল বাবরির দলের সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Pakistan Govt give Green Signal to Pakistan Cricket Team To Go To India For ODI World Cup 2023..#CWC23 pic.twitter.com/CRjYJ6AhCl

— Khurram🇵🇰 (@KhurramRANA21) August 3, 2023

Tags: ODI world cup 2023, Pakistan Cricket Team



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here