Home খেলাধুলো অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া মীরা কাঁদছেন! মোদির কাছে বিশেষ আবেদন

অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া মীরা কাঁদছেন! মোদির কাছে বিশেষ আবেদন

অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া মীরা কাঁদছেন! মোদির কাছে বিশেষ আবেদন

[ad_1]

নিউইয়র্ক: টোকিও অলিম্পিকে ভারতকে গর্বিত করেছিলেন তিনি। তিনি ভারতের গর্ব। কিন্তু এখন কাঁদছেন মীরাবাই চানু। আমেরিকায় থেকে ট্রেনিং করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য। কিন্তু মন পড়ে রয়েছে মণিপুরে। ভারতের মহিলা এবং পুরুষ দলের দুই ফুটবলারের পর এ বার মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই সাইখোম চানু।

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হিংসা থামানোর আবেদন করেছেন তিনি। তবে এত কিছুর পরেও চুপ ভারতীয় দলের ক্রিকেটারেরা। ভিডিয়োয় মীরাবাই বলেছেন, “মণিপুরে গত তিন মাস ধরে হিংসাত্মক কাজকর্ম চলছে। থামার কোনও নামই নেই। এই লড়াইয়ের ফলে অনেক খেলোয়াড় অনুশীলন করতে পারছেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। প্রচুর মানুষের জীবন গিয়েছে।

#Manipur #ManipurCrisis #मणिपुर 🙏🏻🙏🏻@mirabai_chanu ❤️

— Urmila Matondkar (@UrmilaMatondkar) July 17, 2023

Tags: Chanu Saikhom Mirabai, Manipur violence

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here