Home ব্লগবাজি অল্প কথা~ মৌসুমী রায়

অল্প কথা~ মৌসুমী রায়

অল্প কথা~   মৌসুমী রায়
অল্প কথা~

১#

চায়ের দোকানে বাসন মাজে লতা,
রাতে বন্ধ দোকানের বেঞ্চেই রাত কাটায়। আজ মাঝরাতে রাস্তায় পাহারারত কনস্টেবল
টার কাছে অনেকদিন পর যৌনতার স্বাদ পেলো সাথে কুড়ি টাকা। কাল সকালে একটা নারকেল
তেল কিনবে, চুলগুলো বড় রুক্ষ,আর গন্ধওয়ালা সাবান। তালে টাকার অংকটা বাড়াতে
পারবে।
না না "মা "হওয়ার রাস্তা নেই তার, তাই তো স্বামী লাথ মেরে তাড়িয়েছে।

২#
সারাদিন হাড়ভাঙ্গা খাটনির পর রোজ রাতেই সুমিতার উপর চলে পাশবিক যৌন
অত্যাচার।মুখে আঁচল গুজে সহ্য করে, মাঝে মাঝেই মারধোর,সিগারেটের ছ্যাঁকাও চলে।
মা বাবা নেই দাদা বৌদির কাছে ফিরে যাওয়ার উপায় নেই,তাই দশ বছর কাটিয়ে ফেলেছে
এভাবেই।
না সুমিতাও "মা " হতে পারেনি, কারণ কেউ জানেনা তার স্বামী নপুংসক। সন্তানের
জন্ম দিতে অক্ষম। সবাই জানে সুমিতা বাঁজা।

৩#
তিতলির স্বামী আজ বিজনেস এর কাজে সাতদিনের জন্য বাইরে চলে গেছে।যাওয়ার আগে
তিতলি কে দামী রেস্টুরেন্ট এ খাইয়েছে শপিং করিয়েছে। সে চলে যাওয়ার পর তিতলি
"বন্ধু চাই "সংস্থায় ফোন করে আর বলে যে পরপর তিন দিন হ্যান্ডসাম ছেলে পাঠাতে,
যদি সে স্যাটিস্ফাইড না হয় তবে পেমেন্ট দেবে না।
এটা তিতলির শখ। না সেও "মা " হবেনা কারণ ওসব ঝামেলায় তিতলি ও তার স্বামী যেতে
চায়না।

"মা " না হওয়ার কারণ গুলো বাস্তবিক,চরিত্ররা নয়।

মৌসুমী রায়ঃ১৫/০৫/২০১৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here