Home আপডেট আচার্য-উপাচার্য বিবাদে প্রশ্নের মুখে যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি

আচার্য-উপাচার্য বিবাদে প্রশ্নের মুখে যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি

আচার্য-উপাচার্য বিবাদে প্রশ্নের মুখে যাদবপুরের পড়ুয়াদের ডিগ্রি

[ad_1]

সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত কিংবা, আচার্য উপাচার্যের সংঘাত দেখেছে রাজ্যবাসী। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও আমলাতান্ত্রিক জটিলতায় বিরক্ত। স্নাতক কিংবা স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি পাওয়ার পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত। গত রবিবার সমাবর্তন অনুষ্ঠান হলেও রাজভবন থেকে বারংবার এই সমাবর্তন কর্মসূচিকে অবৈধ অনুমোদনহীন বলে দাবি করা হয়েছে। ফল তো সেই সমাবর্তন থেকে প্রাপ্ত সার্টিফিকেট রাজ্যপাল অর্থাৎ আচার্য অনুমোদন করবেন কিনা এই নিয়েই চিন্তিত পড়ুয়াদের একাংশ।

রাজ্যপাল অর্থাৎ আচার্যের পক্ষ থেকে যুক্তি, গত সপ্তাহের শনিবার অর্থাৎ সমাবর্তনের ঠিক আগের দিন উপাচার্য পদ থেকে সরানো হয়েছিল বুদ্ধদেব সাউকে। তারপরেও সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেওয়া সার্টিফিকেটে বুদ্ধদেব বাবুর সই থাকায় এই সার্টিফিকেটকে অবৈধ বলে দাবি করা হচ্ছে রাজভবন সূত্রে। শুধুমাত্র নিজের বক্তব্য জানিয়েই থমকে থাকেননি তিনি। সমাবর্তনের বৈধতা নিয়ে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছেন ইউজিসি’র দিকেও। এর পরবর্তীতে আদালতে গিয়ে অবৈধ সমাবর্তন বাতিলের দাবিতে মামলামোকদ্দমার কথাও ভাবছে রাজভবন। এই বিষয়ে প্রশ্ন করা হলে সিভি আনন্দ বোস জানান, ‘এই সমাবর্তন অনুমোদনহীন, বেআইনি। আমার অগ্রাধিকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।’ এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া এবং পড়ুয়ারদের স্বার্থরক্ষার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।  

তবে যাদবপুরের আচার্য-উপাচার্য তথা কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে, এই নিয়েই উঠছে প্রশ্ন। আন্তর্জাতিক বিভাগের এক ছাত্র মিলন ঘোষ যেমন সরাসরি জানাচ্ছেন, ‘রাজনৈতিক উদ্দেশে এই অনিশ্চয়তা।’ এটা ঠিক দায়িত্বপূর্ণ কাজ নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইতিহাসের ছাত্রী শাওলি জানিয়েছেন, ‘তিন বছর পড়াশোনা শেষে পাশ করে আমরা এই ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি। এখন তা বৈধ কিনা, এই প্রশ্ন উঠলে আমাদের পক্ষে তো খুবই অসুবিধার।’  রাজ্য-রাজ্যপালের এই টানাপোড়েনের মাঝে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন অধিকাংশ ছাত্রছাত্রী।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here