Home ব্লগবাজি আজব ভাবনা ~ ০১ (একটি তৈলাক্ত স্বপ্ন) : দেবব্রত সান্যাল

আজব ভাবনা ~ ০১ (একটি তৈলাক্ত স্বপ্ন) : দেবব্রত সান্যাল

আজব ভাবনা ~  ০১ (একটি তৈলাক্ত স্বপ্ন)  :   দেবব্রত সান্যাল
আজব ভাবনা ~  ০১
(একটি তৈলাক্ত স্বপ্ন)



তিস্তা বেসিনে প্রাকৃতিক গ্যাস খুঁজে পাওয়ার পর থেকে জলপাইগুড়ির চারুচন্দ্র
আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশী যাত্রীর ভীড় বেশ বেড়ে গিয়েছে। তাছাড়া
পর্যটকদের চাপের জন্য করলার হাউস বোটে আজকাল বুকিং পাওয়া মুশকিল। আমি অবশ্য
ফ্লাইট ধরব না। কলকাতা থেকে বুলেট ট্রেনে লাগে আড়াই ঘন্টা। কালো নুনিয়া চালের
ভাতের সাথে কই মাছের গঙ্গা যমুনা আর বেলাকোবার চমচম খেতে খেতেই পৌঁছে গেলাম।
'চায়ে চুমুক' বলে একটা নতুন ছবি দেখাচ্ছিল। এখন বেশীর ভাগ ছবিই এদিকে তোলা হয়।
ময়নাগুড়ির জয় জল্পেশ্বর ষ্টুডিও তো আজকাল হলিউডের সাথে পাল্লা দিচ্ছে।
স্পিলবার্গ , ক্যামেরুন, এরা তো আর এমনি দৌড়াদৌড়ি করছে না। আরেকটা প্রবণতা
দেখছি , সাউথ থেকে প্রচুর রোগী আসছে জলপাইগুড়ি মেডিকাল কলেজে চিকিৎসা করাতে ।
দীপ্তি সিনেমা হলটা মাল্টিপ্লেক্স হয়ে যাবার পর আর গরম কালে শার্ট খুলে সামনের
সীটে পা তুলে মুভি দেখা যায়না। রাস্তার ধারের রোল , মোমোর দোকানগুলো সব ফুড
কোর্টে চলে গিয়েছে। কিছু দিন পরে এলেই নতুন নতুন ফ্লাইওভার দেখে রাস্তা গুলিয়ে
যায়। তিস্তা উদ্যানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামে জলপাইগুড়ির ইতিহাস দেখানো
হয়। অনেকেই অভিযোগ করছেন নিউজ চ্যানেলগুলো জলপাইগুড়ির সব কিছু নিয়ে খুব
মাতামাতি করছে। বিদেশী গাড়ির ভীড়ে পার্কিং পাওয়া যায়না। রোজ কিছু না কিছু
হচ্ছেই - খেলা, নাটক , সাহিত্যের আসর । জলপাইগুড়ির বনিক সভার হাতে এখন দিল্লীর
চাবিকাঠি। জলপাইগুড়ির বিদ্বজনের ইশারায় দাদাসাহেব আর জ্ঞানপীঠ দেওয়া হয় , তবে
এমন না যে সব পুরস্কারগুলো উত্তর বঙ্গেই আসে। তাছাড়া জলপাইগুড়ির স্কুল কলেজেও
বিদেশী ছাত্রর ছাত্রীর ভীড়। জলপাইগুড়ির মেয়ে বিয়ে করা এখন স্ট্যাটাস সিম্বল।
আমরা ছেলেদের বলি ,"রাস্তার ধরে দাঁড়িয়ে আড্ডা দেবার , রিকশার পিছে সাইকেল
নিয়ে ছোটার মজাটা তো বুঝলি না।" ওরা হাসে আর বলে, "কাকু আপনার বয়েস হয়েছে। "

                                                  দেবব্রত সান্যাল:30/05/2017

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here