Home ব্লগবাজি আজব-ভাবনা (৪) : আলাদিন ~ দেবব্রত সান্যাল

আজব-ভাবনা (৪) : আলাদিন ~ দেবব্রত সান্যাল

আজব-ভাবনা (৪) :  আলাদিন   ~    দেবব্রত সান্যাল
আজব-ভাবনা (৪) :  আলাদিন 

দেবব্রত সান্যাল
************************************

আলাদিন বাজারে আসার পর আলিবাবার গুরুত্ব অনেকটাই কমে এসেছে । আরব্য রজনীর
মায়াবী গল্প নয় , একেবারে আজকের বেচা কেনা দুনিয়ার সত্যি । আলিবাবার মালিক
জ্যাক মা , নিজে, আলাদিনের চেয়ারপারসেন অন্তরা রায়ের জলপাইগুড়ির হাকিম পাড়ার
বাড়িতে এসে ব্যবসাটা কিনতে চেয়েছিলেন । হংকংয়ে জ্যাক মার  উনিশ কোটি মার্কিন
ডলারে কেনা একটা বড় বাড়ি আছে । উনি চেয়েছিলেন সেখানেই মিটিংটা করতে । শান্তি
পাড়ায় অন্তরা দেবীর বাড়িটাও কম বড় নয়। দেখে চোখ জুড়িয়ে যায়।  যেন সত্যি কোনো
জাদু প্রদীপের ছোঁয়া রয়েছে।  অন্তরাদি জ্যাক মাকে বোরলি মাছের ঝোল, পাবদার ঝাল
, ছানার পোলাও খাইয়ে , উল্টে বিনীত ভাবে ওনার পঁচিশ বিলিয়ন ডলারের ব্যবসাটা
কিনতে চাইলেন । জ্যাক মার হাত থেকে চপস্টিক খসে গেলো।

জলপাইগুড়ির চারুচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিক সন্মেলনে , জ্যাক
মার মুখের সেই বিখ্যাত হাসি মুছে গিয়েছিল, কিন্তু মুখে অক্ষয়দার নাতির দোকানের
পান তখনও ছিল।

সবাই যদি ভাবেন মোহিত নগরের বিশাল শিল্প নগরী বা ধুপগুড়ির ইস্পাত নগরীর ভরসায়
আলাদিনের আজ এই বাড় বাড়ন্ত তাঁরা ভুল করবেন।

আজ জলপাইগুড়ির চা ,দার্জিলিং, শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গিয়েছে , মন্ডল ঘাটের শাড়ি
এখন নারীর স্বপ্ন , করলার বক্ষে হাউস বোটের বুকিং পেতে মাস খানেক অপেক্ষা করতে
হয়। কিন্তু আলাদিনের সাফল্যের পিছে অন্তরা রায়ের কাজের মাসি মোক্ষদাদির নাকি
বিরাট হাত আছে । তবে মোক্ষদা মাসিকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন মাসি
এক গাল হেসে বলেছিল, " সে অনেক বেত্তান্ত , বলতি নজ্জা করে ।"

এবার নির্বাচনের আগে থেরেসা মে বলেছেন, লন্ডনকে জলপাইগুড়ি বানাবেন ।  তাই শুনে
নাকি অর্ণব গোস্বামীও দু মিনিট চুপ করে গিয়েছিল ।

দেবব্রত সান্যাল:09/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here