Home খেলাধুলো আজ রাতে ভারতের নীরজের অগ্নিপরীক্ষা

আজ রাতে ভারতের নীরজের অগ্নিপরীক্ষা

আজ রাতে ভারতের নীরজের অগ্নিপরীক্ষা

[ad_1]

দিল্লি: আজ রাতে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবেন সোনার ছেলে নীরজ চোপড়া। লড়াই হবে পাকিস্তানের আরশাদ নাদিমের সঙ্গে। নীরজকে কড়া চ্যালেঞ্জ জানানোর মতো অন্তত তিনজন থ্রোয়ার রয়েছেন এই আসরে। তাঁরা হলেন পাকিস্তানের আর্শাদ নাদিম, চেক প্রজাতন্ত্রের জাকুব ভালডেচ ও জার্মানির জুলিয়ান ওয়েবার।

এঁদের মধ্যে নাদিম আবার কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৬.৭৯ মিটার ছুড়ে প্যারিস ওলিম্পিকসের যোগ্যতাও অর্জন করেছেন, যা তাঁর মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফাইনালে নামার আগে তিনি বলছেন, নীরজ ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জ্যাভেলিন হাতে গত কয়েক বছর আপনি দারুণ পারফরম্যান্স মেলে ধরছেন। সেই সুবাদে আদায় করে নিয়েছেন গোটা দুনিয়ার সমীহ।

Arshad Nadeem 🇵🇰 qualified 2nd best after Neeraj Chopra 🇮🇳. Neeraj bidding to win a historic 🌎🥇. Nadeem a first World medal for Pakistan. ‘Neeraj ke liye best of luck. Neeraj bhai aap bhi accha karen, hum bhi accha karen. Hamara bhi naam ay world me’ pic.twitter.com/bEnR81mbkd

— jonathan selvaraj (@jon_selvaraj) August 25, 2023

Tags: Neeraj Chopra



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here