Home আপডেট ‘‌আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না’‌, পুরুলিয়া থেকে বার্তা মমতার

‘‌আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না’‌, পুরুলিয়া থেকে বার্তা মমতার

‘‌আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না’‌, পুরুলিয়া থেকে বার্তা মমতার

[ad_1]

‌বিভাজনের রাজনীতি করে বিজেপি। এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বসবাসকারী মাহাতোরা তাঁদের তফসিলি জনজাতি হিসেবে ঘোষণা করার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন। এবার পুরুলিয়ার সভা থেকে তাঁদের সেই দাবিকে মান্যতা দিয়ে মোট সংখ্যা জানতে সমীক্ষা করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই মাহাতোদের দাবিকে সমর্থন জানিয়ে সমীক্ষা করার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সরাসরি জানান, মাহাতোদের তফসিলি জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার এক্তিয়ার রাজ্যের নেই। সেটা কেন্দ্রের হাতে আছে।

সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিভেদের রাজনীতি করতে পারে বিজেপি। তাই আগাম মানুষজনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মাহাতোদের বলব, আদিবাসী ও মাহাতোদের মধ্যে আমি ঝগড়া লাগাতে চাই না। আপনাদের যা আছে আমরা করে দেব। মাহাতোদের বহুদিনের দাবি, তাদের তফসিলি জনজাতি হিসাবে ঘোষণা করা হোক। এটা আমার হাতে নেই। তবে কোন কোন জিয়োগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন সেটার একচুয়াল পার্সেন্টেজ পেতে একটা সার্ভে করছি। যেমন আদিবাসীদের পার্সেন্টেজ এখানে ৬ শতাংশ। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনও সমস্যা না হয়। সেটাও দেখতে হবে। যদি কোনও অভিযোগ থাকে, আদিবাসী ভাইবোনেরা জানাবেন। মাহাতো ভাইবোনেরা আপনাদের সমস্যা আমি দেখে দেব। দয়া করে ভোট এলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না।’

আরও পড়ুন:‌ গুরুচাঁদ ঠাকুরের নামে রাস্তার উদ্বোধন করছে তৃণমূল, মতুয়া ভোট নিয়ে টানাটানি

এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসন তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। সে মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেরবার এখান থেকে বিজেপি জিতেছিল। জিতে যাওয়ার পরে কি করেছিল? নির্বাচনের আগে এসে ভয় দেখাবে। টাকা পয়সা দেবে। আর কিছু মিথ্যে নোংরা কথা বলবে। আপনারা শুনবেন না। ভোট হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় ৩৬৫ দিনই থাকব। ভোটের সময় ওরা এসে বলবে ১৫ লক্ষ টাকা দেবে। কিন্তু ভোট চলে গেলে ওরা আর কিছু করবে না। ওদের সঙ্গেই মিশে আছে সিপিএম আর কংগ্রেস।’‌

অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার ৪৫৫টা টিম পাঠিয়েছে। রোজ আগুন ও দাঙ্গা লাগায়। তারপর বলে কে করল? কোথাও গণ্ডগোল হয় না। শুধু বিজেপির পঞ্চায়েতে গণ্ডগোল হয়। তার কারণ ওরা লুটে খায়। আর মানুষকে ধরে ঠেঙায়। আমি প্রত্যেককে বলব মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ বড়। তারাই এখানে নিয়ে এসেছেন। মানুষ যেদিন ছুড়ে ফেলে দেবে সেদিন কেউ তাকিয়েও দেখবে না। আমি চিরকাল এই কথা বিশ্বাস করি। এই কথা বিশ্বাস করলে আমার সঙ্গে থাকুন। নয়ত অন্য দল করুন।’‌

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here