Home খেলাধুলো আবার সোনা জয় নীরজ চোপড়ার, সারা বিশ্বে ভারতের নাম আরও একবার উজ্জ্বল

আবার সোনা জয় নীরজ চোপড়ার, সারা বিশ্বে ভারতের নাম আরও একবার উজ্জ্বল

আবার সোনা জয় নীরজ চোপড়ার, সারা বিশ্বে ভারতের নাম আরও একবার উজ্জ্বল

[ad_1]

কলকাতা: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া সোনা জিতলেন। এই সোনা জয়ে তিনি নতুন ইতিহাস লিখলেন।

অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ভারতের দ্বিতীয় খেলোয়াড় হলেন নীরজ চোপড়া। এর আগে ভারতের হয়ে এই রেকর্ড রয়েছে অভিনব বিন্দ্রার।

এদিন নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার ছোড়েন আরশাদ। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ।

আরও পড়ুন- পৃথিবীতে এই মাঠ তাঁর সব থেকে প্রিয়! সৌরভ গঙ্গোপাধ্যায় ছবি পোস্ট করে জানালেন

পাকিস্তানের তারকা আরশাদ নাদিম তৃতীয় প্রচেষ্টায় ৮৭.৮২ মিটার পার করেছিলেন। তিনি নীরজের পরেই ছিলেন সেই সময়। শেষও করলেন নীরজের পরে। তবে অলিম্পিকের মতো এবারও নীরজ যেন অপ্রতিরোধ্য! আরও একবার দেশকে গর্বিত করলেন ভারতের সোনার ছেলে।

Tags: Javelin, Neeraj Chopra

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here