Home ব্লগবাজি আমার কলোরাডো ~ সুচেতনা সেন

আমার কলোরাডো ~ সুচেতনা সেন

আমার কলোরাডো    ~     সুচেতনা সেন
আমার কলোরাডো ~


আমি কলোরাডো কিংবা
কোনো নির্জন উপত্যকার ঢেউ সন্ধ্যা -
যুগের কার্ণিশে কালো কাক হয়ে বসে থাকা কোনো দুপুর যেন -
আমার ইচ্ছা হতাশা প্রেম নিয়ে খেলা করে সারাদিন
তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে আমি উড়ে যাই নিরুদ্দেশে - তোমার নিরুপম আকাশে -
এখন সারা শরীরের শিরা জুড়ে  উল্টো ঢেউ
উল্টোস্রোতে আগুনের মাখামাখি -
শুধুই ধ্বংসের নেশা - অক্ষম -অপরাধ-অপরাধ ক্ষয়
তোমার সোনালী চুলের নেশা জাগে প্রানে ;
অকারণ উন্মত্ততা - নষ্ট হতে চাই -
যত মৃতের ধ্বংসস্তুপ ঘেঁটে
গায়ে জীবাশ্মের গন্ধ মেখে নিজেকে পচাতে চাই  -
তারপর পাথরের গায়ে আমি ছাপ হয়ে থাকতে চাই ;
তোমার জন্য যে প্রেম জ্বালিয়েছি বুকের অতল গভীরে ;
কত অসহায় নিরুপায় আমি আজ তার কাছে  ;
পারি না নষ্ট হতে আমি  -কেন -
আমার বুকেই শুধু বাধা - অকারণ -
পৃথিবীর পিঠে দারুণ উন্মত্ত নেশায় গট গট করে হেঁটে
চলে যেতে চাই -জানি না কোথায় -
এতদূর যেতে চাই যেখানে তোমার ঘৃণার আকাশে
শুধু বিষ ঝরে পরে -
যেখানে অনন্ত মৃত্যু জেগে থাকে রাতের আঁধারে -
যেখানে আমার সমস্ত সূচনা এসে মেশে
গহন পথ শেষে -আমার সব নক্ষত্রের গ্রন্থি মুখে এসে -
আমি একা হেঁটে চলি সেই অন্ধকারে -
যেখানে তোমার ঘৃণার আকাশে
শুধু বিষ ঝরে পরে -
নষ্ট হতে পারি না আমি সেইখানে এসে  ;
নষ্ট হয়ে তোমার নৈবেদ্যের থালা  হতে ভ্রষ্ট হতে চাই ;
পারি না - অশ্রু কেন আকাশে নক্ষত্র ফুল ফোটায় -
হৃদয় কেন গোলাপের সৌরভ  ছড়ায় -
মুছে ফেলে সব নিজ হাতে - আমি নষ্ট হতে চাই একবার -
কোনো বারাঙ্গনার দুহাত ধরে কেন অশ্রুতে ভরিয়ে তুলি -
এই খানে পৃথিবীর প্রান্তে কি শুধুই কি হাহাকার - হৃদয়ের গ্রন্থিমুখ বন্ধ করে
চুপ করে বসে থাকি আমি ;
নীরব ধ্যানে -
এইখানে আমার কলোরাডো - এইখানে বিস্ময় !

সুচেতনা সেন ~ 13/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here