Home আপডেট ‘আমি ডুবলে আপনাকেও ডুবতে হবে’, ফরাক্কা ব্যারেজের GM–কে হুঁশিয়ারি বিধায়কের

‘আমি ডুবলে আপনাকেও ডুবতে হবে’, ফরাক্কা ব্যারেজের GM–কে হুঁশিয়ারি বিধায়কের

‘আমি ডুবলে আপনাকেও ডুবতে হবে’, ফরাক্কা ব্যারেজের GM–কে হুঁশিয়ারি বিধায়কের

[ad_1]

আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার গঙ্গা ভাঙন নিয়ে বিজেপি এবং কেন্দ্রকে আক্রমণ করলেন বিধায়ক। গঙ্গা ভাঙন প্রতিরোধ না করা হলে বিজেপি সাংসদ, বিধায়ক, নেতাদের গঙ্গার জলে ডুবিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন। একই সঙ্গে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার কেউ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। সোমবার বিধায়কের নেতৃত্বে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও কর্মসূচি করে তৃণমূল। সেখানে ম্যানেজারকে গঙ্গায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁর দাবি, সাধারণ মানুষ জলে ডুবলে জেনারেল ম্যানেজারকেও জলে ডুবতে হবে।

আরও পড়ুন:রাজ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গঙ্গা ভাঙন, মামলা জাতীয় পরিবেশ আদালতে

এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বলেন, ‘কেন্দ্র সরকার যদি ভাবে যে ডেপুটেশন দেওয়ার পর আন্দোলন শেষ হয়ে গেল তাহলে তারা ভুল। আগামীদিনে বৃহত্তর আন্দোলন করা হবে। কেন্দ্রীয় সরকারের দফতর স্তব্ধ করে দেওয়া হবে।’ এদিন ফারাক্কা ব্যারেজের অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। তিনি বলেন, ‘একজন মানুষের স্বাদের বাড়ি মুহুর্তের মধ্যে গঙ্গার তলায় চলে যাচ্ছে, বিঘা বিঘা জমি তলিয়ে যাচ্ছে। যারা গঙ্গার ভাঙন দেখেছেন তারাই সেটা বুঝতে পারেন। শত শত বাড়ি, মন্দির, মসজিদ জলের তলায় তলিয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি সাংসদ, বিধায়করা তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। গঙ্গা হল ভারতের জাতীয় নদী। তাই গঙ্গা ভাঙন রোধের দায়িত্ব হল কেন্দ্রের। কিন্তু সেই দায়িত্ব অস্বীকার করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারকে নানা ভাবে অপদস্থ করার চেষ্টা করছে বিজেপি।’

এরপরে তিনি বলেন, ‘আমি মায়েদের চোখে জল দেখেছি, চোখের সামনে ঘরবাড়ি তলিয়ে যেতে দেখেছি। জেনারেল ম্যানেজার সাহেব আমি ডুবলে আপনিও বাঁচবেন না। আপনাকে সঙ্গে করে নিয়ে জলে ডুবব। আমার মায়েরা যদি ডুবে যায় আমার পরিবারের লোকেরা যদি ডুবে যায় তাহলে আপনাকে সঙ্গে নিয়ে ডুববে। আমাদের পরিবারের লোকের ঘরবাড়ি যদি ভাঙে তাহলে বিজেপি নেতাদের ঘর বাড়ি নিয়ে আমরা জলের তলায় যাব। কাউকে ছেড়ে কথা বলা হবে না।’ গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি দফতর স্তব্ধ করে দেওয়া হবে।তৃণমূল বিধায়ক বলেন, ‘মানুষের ক্ষতি হবে আর চেয়ারে বসে থাকবেন আধিকারিকরা। তাদের কিছু এসে যাবে না তাই এ কথা বলেছি।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here