Home আপডেট ইদ পেরলেই গার্ডেনরিচের অলিতে গলিতে যাবেন মেয়র, ইঞ্জিনিয়ার সুরক্ষায় বিশেষ স্কোয়াড

ইদ পেরলেই গার্ডেনরিচের অলিতে গলিতে যাবেন মেয়র, ইঞ্জিনিয়ার সুরক্ষায় বিশেষ স্কোয়াড

ইদ পেরলেই গার্ডেনরিচের অলিতে গলিতে যাবেন মেয়র, ইঞ্জিনিয়ার সুরক্ষায় বিশেষ স্কোয়াড

[ad_1]

ভোট ঘোষণার আগে থেকে রাজ্যে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য, ভোটারদের মনে আস্থা যোগানো।  সেই রকম ইদ শেষ হলেই গার্ডেনরিচের অলিগতিতে ‘রুটমার্চ করবেন’ মেয়র ফিরহাদ হাকিম। আস্থা যোগাবেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের। যাঁদের অভিযোগ, অসাধু প্রোমোটারদের দৌরাত্ম্যে তাঁরা কোনও ব্যবস্থা নিতে পারেন না বেআইনি নির্মাণের বিরুদ্ধে। 

গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর নড়েচড়ে বসে পুরসভা। একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়। পুর ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয় বেআইনি নির্মাণের উপর নিয়মিত নজর রাখতে। কিন্তু তাঁরা অভিযোগ করেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই প্রোমোটার বা তাঁর সাঙ্গপাঙ্গোদের হুমকির মুখোমুখি হতে হচ্ছে।  এমন কী প্রোমোটারদের পেটোয়া বাহুবলীরা হুমকি দিচ্ছেন নির্মাণ বন্ধ করলে পরে তাঁরা দেখে নেবেন। এই অভিযোগ, ইঞ্জিনিয়াররা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি ইঞ্জিনিয়ারদের অভয় দিয়ে বলেন, ‘ভয়ের কোনও কারণ নেই। ইদ মিটলে আমি নিজেই যাব।’

আরও পড়ুন। গেরো আচারণ বিধি, উত্তরবঙ্গে ক্ষতিপূরণ কোন পথে? কমিশনকে চিঠি মুখ্যসচিবের

বুধবার মেয়র জানান, বেআইনি বহুতল ভাঙার কাজ আরও দ্রত গতিতে করতে একটি ডিলিমিটেশন স্কোয়াড তৈরি হচ্ছে। যে স্কোয়াডের শীর্ষে থাকবেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এছাড়া থাকবেন লালবাজারের পুুলিশ আধিকারিকও। শহর কলকাতার কোথাও কোনও বেআইনি বিল্ডিং ভাঙার প্রয়োজন হলে সেখানে যাবে ওই স্কোয়াড। 

এর আগে গার্ডেনরিচে বিল্ডিং ভেঙে পড়ার পর মেয়রের রোষের মুখে পড়েন বরোর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। তাঁদের শোকজ করা। পুরসভার বৈঠকে ওই ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন মেয়র। পরে জানা যায় যে এলাকায় বাড়িটি ভেঙে পড়ে সেখানকার সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি। এই তথ্য জানার পর বুধবার দুঃখপ্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার বৈঠকে এই সাব ইঞ্জিনিয়ারকেই অপদার্থ বলেছিলেন তিনি। এদিন দুঃখ প্রকাশ করে ফিরহাদ বলেন, ‘আমি তখন জানতাম না ওই এলাকার এসএই (সাব অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ার) শারীরিক প্রতিবন্ধী। আমি দুঃখিত।’ 

পুরসভা সূত্রে খবর, শিগগিরি এসএই-দের নিয়ে বৈঠকে বসবেন ফিরহাদ। সেখানে তাঁদের কাজ কী, কী ভাবে সেই কাজ করতে হবে, তা নিয়ে বিস্তারিত বলেন তিনি। মেয়র বলেন, ‘আমি একটা বৈঠক ডেকেছি। সমস্ত সাব অ‌্যাসিস্ট‌্যান্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসবো। তাদেরকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে বলব।’

ভোটের আগে যাতে গার্ডেনরিচের ক্ষত দ্রুত সারিয়ে তোলা যায় তার সবরকম উদ্যোগ নিচ্ছেন পুরমন্ত্রী। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here